English

27.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

৩৬ বছর পর ‘প্রাপ্তবয়স্ক’র সনদ পেলেন রজনীকান্ত!

- Advertisements -

বয়স ৭৫ ছুঁই ছুই। কিন্তু মগজে মননে এখনও যেন ত্রিশ বছরের তরুন! তিনি ভারতের মেগাস্টার রজনীকান্ত। এখনো সিনেমার কেন্দ্রীয় চরিত্র তথা নায়কের ভূমিকায় তাকে দেখা যায়। আর সেসব সিনেমা ভক্ত দর্শকরা লুফেও নেয়। এই যেমন অপেক্ষায় আছে ‘কুলি’র। এটি রজনীকান্তের মুক্তি প্রতিক্ষীত সিনেমা।

মুক্তির মাত্র দুই সপ্তাহ বাকি আছে। এরইমধ্যে সিনেমাটি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কর্তৃক ছাড়পত্রও পেয়েছে। আর তাতেই একটি রেকর্ড গড়েছে সিনেমাটি। গত ৩৬ বছরের মধ্যে এটাই রজনীকান্তের প্রথম ছবি যা সিবিএফসি কর্তৃক ‘এ’ সার্টিফিকেট পেয়েছে।

এমনিতেই ব্লকবাস্টার নির্মাতা লোকেশ কানাগরাজের সঙ্গে রজনীর এটি প্রথম সিনেমা হওয়ায় এটি নিয়ে উত্তেজনা আকাশচুম্বী। অন্যদিকে সিবিএফসি সিনেমাটিকে দিল ‘এ’ সার্টিফিকেট। মজার বিষয় হলো, সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে, রজনীকান্তের সিনেমা ‘এ’ রেটিং পায়নি। ‘এ’ মূলত প্রাপ্তবয়স্কদের জন্য। তার সিনেমাগুলো মূলত সব বয়সের দর্শকদের জন্য নির্মিত হয়। তবে ‘কুলি’ স্পষ্টতই ব্যতিক্রম হবে।

আশির দশকে অভিনেতার বেশ কয়েকটি সিনেমাকে প্রাপ্তবয়স্কদের জন্য রেটিং দেওয়া হয়েছিল। যেমন, ‘পুথুকভিথাই’ (১৯৮২), ‘রাঙ্গা’ (১৯৮২), ‘নান সিগাপ্পু মণিথান’ (১৯৮৫), ‘নেত্রিকন’ (১৯৮১), ইত্যাদি। তার ভক্তদের মতে, ‘উরকাভালান’ও (১৯৮৭) ‘এ’ রেটিং পেয়েছিল। তবে সেটা নিশ্চিত করতে পারেনি ভারতীয় গণমাধ্যম।  ‘শিবা’ (১৯৮৯) ছিল এই মেগাস্টারের শেষ সিনেমা যা ‘এ’ সার্টিফিকেট পেয়েছিল। ফলে গত ৩৬ বছরের মধ্যে ‘কুলি’ হচ্ছে রজনীকান্তের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা। অন্যদিকে ‘কুলি’ নির্মাতা লোকেশ কানাগরাজেরও প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা।

সিনেমাটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে। একই দিনে মাঠে হাজির থাকছেন হƒতিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত আরেকটি বিগ বাজেটের সিনেমা ‘ওয়ার২’। এটি নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। ফলে ‘কুলি’ ও ‘ওয়ার-২’ এর যুদ্ধ হবে দেখার মতো, এটাই বলছে ভারতীয় গণমাধ্যম।

এদিকে ‘কুলি’ সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের জন্য রেটিং দেওয়ার কারণে হিন্দিভাষী বাজারে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবে বলেও অনেকের ধারণা। যদিও ‘এ’ রেটিংয়ের ‘অ্যানিমেল’ (২০২৩), ‘কবির সিং’ (২০১৯) সিনেমাগুলোর সাফল্য প্রমাণ করেছে, এ ধরণের সিনেমাও দুর্দান্ত সাফল্য পেতে পারে।

উল্লেখ্য, ‘কুলি’ সিনেমাটিতে আমির খান এবং নাগার্জুনও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/myu7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন