পরবর্তীকালে অবশ্য পরিস্থিতি অন্যরকম হয়েছে। জয়া বচ্চনের সঙ্গে বিয়ের সূত্রেও অমিতাভ বচ্চনের বাংলার সঙ্গে যোগ তৈরি হয়েছে।
এমনকি বাংলা গানও গেয়েছেন অমিতাভ। কলকাতা শহরে বহু ছবির প্রচারে গিয়েছেন তিনি। সাংবাদিকরা অনেক সময়ে তাঁকে বাংলায় এক-দুই লাইন কথা বলার জন্য অনুরোধ করেছেন। তখন নাকি গড়গড় করেই বাংলা বলেছিলেন অমিতাভ।
সামনেই আসছে কেবিসির নতুন সিজন।সেখানে অমিতাভ বচ্চন আবারও প্রতিযোগীদের বিভিন্ন মজার প্রশ্নের মুখে ঠেলে দেবেন। নতুন সিজনে শাহেনশা সম্পর্কে কোন কোন তথ্য উঠে আসবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সেখানে বাংলা ভাষা নিয়ে কী কী বলবেন অমিতাভ, এবার তার দিকে নজর রাখতে হবে।