English

26.2 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

৪ কোটি টাকা নিয়েও নায়িকা না বানানোয় প্রযোজকের বিরুদ্ধে মামলা

- Advertisements -

নাসিম রুমি: উত্তরাখণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী নিশাঙ্কের মেয়ের অভিযোগ— তাকে বলিউডের দুজন প্রযোজক ঠকিয়েছেন। নায়িকা বানানোর প্রতিশ্রুতি দিয়ে তাকে ঠকানো হয়েছে। তাকে কাজ দেবে বলেও দেননি। এর মধ্যেই হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। এ নিয়ে থানায় এফআইআর করেছেন নিশাঙ্কের মেয়ে।

সম্প্রতি আরুশি নিশাঙ্ক জানিয়েছেন, বলিউডের এ দুই প্রযোজক তাকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চার কোটি টাকা নিয়েছেন। যদিও বলাই বাহুল্য সেই প্রতিশ্রুতি সম্পূর্ণ ভুয়া ছিল।

রমেশ পোখরিয়াল নিশাঙ্কের মেয়ে আরুশি এদিন একটি এফআইআর ফাইল করেছেন। ওই দুই ব্যক্তির নামে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। চাপ দিয়ে টাকা আদায় থেকে শুরু করে ঠকানো ও অপরাধমূলক কাজ করা এবং ক্রিমিনাল কনস্পিরেসি সব আছে তাতে। এমনটাই তদন্তকারী অফিসার মনমোহন সিং নেগি জানিয়েছেন।

এ অভিযোগে আরুশি নিশাঙ্ক জানিয়েছেন যে, মানসী বরুণ বগলা ও বরুণ প্রমোদ কুমার বগলা তাকে কথা দিয়েছিলেন যে, তাকে হিন্দি সিনেমার চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেবেন এবং যে সিনেমাটি তারা প্রযোজনা করছেন। একই সঙ্গে তাকে প্রলোভন দেখান যে, তিনি যেন এই সিনেমাতে ৫ কোটি টাকা বিনিয়োগ করেন তার বিনিময়ে। আর এ থেকে তিনি সিনেমাটি ব্যবসা করার পর মোটা টাকা পাবেন। এই কথায় বিশ্বাস করে তিনি প্রথমে তাদের ২ কোটি টাকা দেন। তার ফার্ম হিমশ্রী ফিল্মসের তরফে এই টাকা তিনি দিয়েছেন। পরে আরও বেশ কিছু টাকা দেন। মোট প্রায় ৪ কোটি টাকা দিয়েছেন তিনি তাদের। এমনটাই অভিযোগে জানিয়েছেন আরুশি।

যদিও পরে আরুশিকে জানানো হয় যে, সিনেমাটিতে তাকে নেওয়া হচ্ছে না, অন্য কাউকে নেওয়া হয়েছে। আর ইতোমধ্যে সেই সিনেমার শুটিংও শেষ হয়ে গেছে। আরুশি তখন তাদের টাকা ফেরত দিতে বলেন। কিন্তু তারা সেই টাকা তো ফেরত দেননি, উল্টো তাকে হুমকি দেন বলেই এদিন অভিযোগে জানিয়েছেন।

জানা গেছে, বিক্রান্ত মাসে ও সানায়া কাপুর অভিনীত আঁখো কী গুস্তাখিয়া সিনেমাতে তাকে চরিত্র দেওয়া হবে বলা হয়েছিল। কিন্তু সেটি হয়নি। এ বিষয়ে পিটিআই যখন প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করে, তখন তারা জানান— এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উল্টে বরুণ প্রমোদ কুমার বগলা জানিয়েছেন— তারা নন, বরং আরুশি তাদের হুমকি দিয়েছেন। এখন এফআইআর করে তাদের মানহানি করার চেষ্টা করছেন বলেও তিনি জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/60zc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন