নাসিম রুমি: বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। ৩ কোটি রুপি লাভে ফ্ল্যাটটি বিক্রি করেছেন বলে খবর প্রকাশ করেছে লাইভ মিন্ট।
সোনু সুদের বিলাসবহুল ফ্ল্যাটটি মুম্বাইয়ের লোখান্ডওয়ালা মিনার্ভাতে অবস্থিত। ১২৪৭ বর্গফুটের ফ্ল্যাটটি ৮ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি করেছেন সোনু সুদ। চলতি মাসে রেজিস্ট্রি হয়েছে।
২০১২ সালে ফ্ল্যাটটি ৫ কোটি ১৬ লাখ রুপিতে কিনেছিলেন সোনু সুদ। ২৩ বছর পর এ ফ্ল্যাট বেচে ২ কোটি ৯৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার বেশি) লাভ করেছেন এই অভিনেতা।
সোনু সুদের আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি রুপি। সিনেমা, বিজ্ঞাপন এবং ব্যবসা থেকে এই অর্থ আয় করেছেন তিনি। প্রতি সিনেমার জন্য ২–৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২৭.৫ মিলিয়ন, যা তার ব্র্যান্ড চুক্তিগুলোকে আরো লাভজনক করে তোলে। তাছাড়াও সোনু সুদের প্রোডাকশন হাউজ রয়েছে; সেখান থেকেও তার আয় হয়। তারপরও সোনু সুদ কেন ফ্ল্যাট বিক্রি করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে, যদিও এ বিষয়ে কিছু জানা যায়নি।
গত কয়েক বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় রয়েছেন সোনু সুদ। বিশেষ করে করোনা সংকটের সময়ে অর্থনৈতিক সহযোগিতা করে দারুণ প্রশংসা কুড়ান। কিছু দিন আগে মহারাষ্ট্রের এক কৃষককে হালচাষের জন্য এক জোড়া ষাড় উপহার দিয়েছেন এই অভিনেতা।
সোনু সুদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মধ গজ রাজা’। চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় এটি। তাছাড়া চলতি বছরে হিন্দি ভাষার ‘ফতেহ’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তার। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেন।