English

28.4 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

৫০০ অভিনয়শিল্পীর সাথে ঈদ নাটকে অভিনয় করলেন রাশেদ সীমান্ত

- Advertisements -

প্রায় ৫০০ জন অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হলো ঈদের নাটক যাত্রা বিরতি। এ নাটকের লোকেশান ছিল বরিশালের বিলাসবহুল একটি লঞ্চ এবং বরিশালের প্রত্যন্ত অঞ্চল। আকবর হায়দার মুন্নার প্রযোজনায়, সুবাতা রাহিক জারিফার রচনায় এবং আদিফ হাসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, সিনথিয়া ইয়াসমিন, সুমাইয়া অর্পা, বিনয় ভদ্র, হায়দার আলী, বাদল, কাঞ্চনসহ অনেকে।

নাটকটির গল্প বলতে গিয়ে পরিচালক আদিফ হাসান বলেন, বরিশালের উদ্দেশে ঈদের আগের রাতে শেষ লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকার সদরঘাট থেকে। লঞ্চের সুপারভাইজার দেলোয়ার নিজেকে অতি জ্ঞানী মনে করলেও মূলত সে সহজ সরল টাইপের একজন মানুষ। ঈদের আগের রাত এবং শেষ লঞ্চ হওয়ায় লঞ্চে তিল ধরনের ঠাই নেই। সেই লঞ্চের ভিআইপি কেবিনের যাত্রী আইরিন এবং তার ছোট বোন। লঞ্চে নানা অব্যবস্থাপনা দেখে আইরিনের সাথে সুপারভাইজার দেলোয়ারের মনোমালিন্য হয়। আইরিন দেলোয়ারকে দেখে নেওয়ার হুমকি দেয়।
লঞ্চে উঠেছে নানা কিসিমের যাত্রী। কেউ ১৪ বছর পর প্রবাস থেকে পরিবারের সাথে প্রথম ঈদ করতে এসেছে, কেউ কোরবানির উদ্দেশ্যে ঢাকা থেকে দুটি খাসি কিনে নিয়ে যাচ্ছে, কেউ ভাইয়ের বিয়ে উপলক্ষে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে, নতুন বউ প্রথমবারের মতো বাড়িতে যাচ্ছে ঈদ করতে, কাজিনরা মিলে যাচ্ছে বাড়িতে ঈদ করতে, এরকম অনেক যাত্রী আমরা দেখি যারা নানান স্বপ্ন নিয়ে বাড়িতে যাচ্ছে ঈদ করতে।
এরই মধ্যে লঞ্চে ঘটতে থাকে নানান ঘটনা। সকাল বেলা ঈদ তাই লঞ্চের মধ্যে উৎসবমুখর পরিবেশ। কিন্তু তখনই লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়ে। আতঙ্কিত হয়ে যায় যাত্রীরা। শেষ পর্যন্ত ঈদ উদযাপনের জন্য যাত্রীরা নিরাপদে কি বাড়িতে পৌঁছতে পারেন? এমন গল্প নিয়েই নাটকের কাহিনী।

অভিনেতা রাশেদ সীমান্ত বলেন, ঈদে বেশ কয়েকটি নাটক করেছি তবে যাত্রা বিরতির গল্পটি অন্যরকম ভালো লাগা কাজ করেছে। লক্ষ লক্ষ মানুষ ঈদকে কেন্দ্র করে নারীর টানে বাড়ি ফিরে.. কিন্তু সেই যাত্রা সব সময় যে আনন্দদায়ক হয় এরকম নয়.. সেরকম একটি ঈদ যাত্রার গল্প নিয়ে এই নাটক। প্রায় ৫০০ জনের মত অভিনয়শিল্পী নাটকটিতে অংশগ্রহণ করেছে। নাটকটি করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে তবে প্রিয় দর্শকরা যদি নাটকটি উপভোগ করে তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে। তিনি বলেন, ঈদের আগে ৫ জুন বিকাল ৫ টায় ক্লাব এলিভেন ইন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি আপলোড করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t53o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন