বলিউডে সম্ভাবনাময় তরুণ অভিনেত্রীদের একজন জাহ্নবী কাপুর। ‘ধাড়াক’ অভিনেত্রী আজ সোমবার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি আপলোড করেছেন তিনি। এতে ৫০ এর দশকের নায়িকাদের লুকে নিজেকে হাজির করেছেন তিনি। সঙ্গে দিয়েছেন ছোট্ট একটি বার্তা, ‘একদিনের জন্য ১৯৫০ এর দশকে বাঁচার ভান করেছি এবং বেশ উপভোগও করেছি।’
২০১৮ সালে শশাঙ্ক খৈতানের পরিচালিত ‘ধাড়াক’ ছবির মাধ্যমে জাহ্নবীর অভিষেক হয় বলিউডে। এরপর ‘গোস্ট স্টোরিজ’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ দিয়ে নজর কেড়েছেন তিনি।
জাহ্নবীর হাতে আছে ‘রুহি আফজানা’, ‘দোস্তানা টু’ ও ‘তখত’ ছবির কাজ। ‘রুহি আফজানা’ ছবিতে জাহ্নবীর সহশিল্পী আরেক তরুণ অভিনেতা রাজকুমার রাও এবং ‘দোস্তানা টু’তে জাহ্নবীর নায়ক কার্তিক আরিয়ান। এদিকে, করণ জোহরের ‘তখত’ তারকাবহুল ছবি। জাহ্নবীর পাশাপাশি এতে দেখা যাবে কারিনা কাপুর, অনিল কাপুরের মতো বড় বড় তারকাদের।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/fsed
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন