১৯৭৫ সালে মুক্তি প্রাপ্ত ক্লাসিক থ্রিলার ‘জস’ আবারও ফিরছে বড় পর্দায়। কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ছবিটি চলতি বছরের ২০ জুন মুক্তির পঞ্চাশ বছর পূর্ণ করেছে। অর্ধশতাব্দী পূর্তি উপলক্ষে আগামী ২৯ আগস্ট বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পাচ্ছে ছবিটি।
সিনেমাটি হলিউডের চিত্রকে বদলে দিয়েছিল। ‘জস’ ছবিকে হলিউডের ব্লকবাস্টার যুগের পথপ্রদর্শক হিসেবে মনে করা হয়। কারণ, এর আগে কোনো সিনেমা এত ব্যাপক আকারে মুক্তি পায়নি। ব্যবসায়িক সফলতার সঙ্গে সিনেমাটি তিন বিভাগে অস্কার জয় করে।
সমুদ্রের গভীর থেকে উঠে আসা এক ভয়ঙ্কর হাঙরের ত্রাসের গল্প দর্শকদের যেমন শিহরিত করেছিল, তেমনি বক্স অফিসেও তুলেছিল রেকর্ড সাফল্য। মাত্র ৯ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল ৪৭০ মিলিয়ন ডলার।
সিনেমার গল্প যেমন দর্শকদের শিহরিত করেছিল তেমনই ছবির শুটিংয়ে ছিল বড় চ্যালেঞ্জিং গল্প। ৫০ দিনে শুটিং শেষ করার কথা থাকলেও তা দীর্ঘ হয়ে দাঁড়ায় ১৫৫ দিনে। এক সময়, সিনেমায় ব্যবহৃত নৌকা মাঝ সাগরে ফুটো হওয়ার কারণে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে উদ্ধারকারী নৌকা এসে তাদের উদ্ধার করতে পেরেছিল এবং শুটিং ফুটেজও বাঁচানো গিয়েছিল।
‘জস’ সিনেমার চিত্রনাট্য এতটাই লোমহর্ষক ছিল যে ছবির শুটিং শেষ হওয়ার পর প্রতি রাতেই স্পিলবার্গ দুঃস্বপ্ন দেখতেন। সমুদ্রতলে তিনি হাঙ্গরের আক্রমণের শিকার হয়েছেন।
পরবর্তীতে এর তিনটি সিক্যুয়েল মুক্তি পেলেও কোনোটি প্রথম ছবির মতো সফল হতে পারেনি।
অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও স্পিলবার্গের এই ক্লাসিক রোমাঞ্চ এখনো অমলিন। তাই নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে আবারও ফিরছে প্রেক্ষাগৃহে- হাঙরের ত্রাসে ভরপুর সেই কালজয়ী ছবি।