English

16 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

৬০ বছর বয়সেও যেন আমাকে এমন দেখায়: সালমান

- Advertisements -

নাসিম রুমি: আসছে ২৭ ডিসেম্বর ৬০ বছরে পা দেবেন বলিউডের সুলতান সালমান খান। ইতোমধ্যে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নিজের বয়সের কথা স্মরণ করিয়ে দিলেন ভক্তদের! তবে সেখানে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এই বয়সেও তিনি যে ফিটনেস ধরে রেখেছেন সেটাই।

সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা বেশকিছু ছবিতে সালমানকে তাঁর নিজস্ব জিমে দেখা গেছে। পড়নে কালো ভেস্ট এবং নীল শর্টস। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি নিজের ফিট বডি প্রদর্শন করছেন। ক্লিন-শেভ লুক এবং বয়সকে চ্যালেঞ্জ জানানো শরীর নজর কেড়েছে ভক্তদের।

ছবিগুলো শেয়ার করে মজার ছলে ক্যাপশনে লিখেছেন, “আমি চাই, ৬০ বছর বয়সেও যেন আমাকে এমনই দেখায়! আর মাত্র ১দিন বাকি..।”

সেই পোস্ট মুহূর্তের মধ্যেই রীতিমতো ভাইরাল। পোস্টের মন্তব্যের ঘরে সংগীতা বিজলানি নামে একজন লিখেছেন, “তুমি সত্যিই এমনই দেখাচ্ছো, আর চিরকাল এমনই দেখাবে।” একতা কাপুর লেখেন, “৬০ বছর বয়সেও আপনি দারুণ থাকবেন স্যার।”

ভক্তরাও কম উৎসাহী ছিলেন না। একজন ভক্ত তাঁকে “ফিটনেস আইকন” বলে আখ্যা দেন। আরেকজন লেখেন, “আগাম জন্মদিনের শুভেচ্ছা ভাইজান।” এক ভক্ত মন্তব্য করেন, “ভাইজান, আপনাকে ভীষণ সুদর্শন আর ফিট দেখাচ্ছে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। বড় দিনের জন্য আগাম শুভেচ্ছা।”

উল্লেখ্য,সালমান খানকে এবার ব্যাটল অফ গালওয়ান সিনেমায় দেখা যাবে। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটিকে সালমান খানের কেরিয়ারের অন্যতম বড় প্রোজেক্ট হিসেবে দেখা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uljk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন