English

35 C
Dhaka
শুক্রবার, মে ৯, ২০২৫
- Advertisement -

৭৫ টাকা বেতনের চাকরি থেকে ৯৯টি বাড়ির মালিক মিকা সিং!

- Advertisements -

নাসিম রুমি: একসময় মাসিক ৭৫ টাকা বেতনে চাকরি করেছেন, এখন নিরানব্বইটি বাড়ির মালিক তিনি। আর একশ কোটির জমিও রয়েছে তার। তিনি আর কেউ নন, বলিউড সংগীতশিল্পী মিকা সিং। কিন্তু কীভাবে এই নজির গড়লেন তিনি? কোনো ব্যক্তির একটি বাড়ি থাকতে পারে। কখনো আবার বাড়ির সংখ্যা তিন-চারটাও হতে পারে। তবে নাম যদি সংগীতশিল্পী মিকা সিং হয়, তা হলে সে ক্ষেত্রে চমক থাকতেই পারে। শোনা যাক বি-টাউনের জনপ্রিয় এই সংগীতশিল্পীর মুখ থেকে সেই গল্প।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিকা দাবি করেছেন, তার মালিকানাধীন মোট বাড়ির সংখ্যা ৯৯টি!

সাক্ষাৎকারে মিকা জানিয়েছেন, তিনি রিয়্যাল এস্টেটে বিনিয়োগ করতে পছন্দ করেন। তবে শুরুতে তার কোনও ধারণা ছিল না যে, কোনওদিন এমন বিপুল সংখ্যক বাড়ির মালিক হবেন।

মিকা বলেন, ‘আশা করি সংখ্যাটা কোনওদিন ১০০ পেরিয়ে যাবে। যখন শুরু করি, তখন আমার বেতন ছিল ৭৫ টাকা! তখন খুব বেশি কিছু ভাবিনি। কারণ সেই সময় ওই টাকাটাই আমার কাছে অমূল্য ছিল।’

এই গায়ক জানান, কঠিন দিনগুলো পেরিয়ে ২০১২ সালে তিনি প্রথম একটি ফ্ল্যাট কিনেছিলেন।

মিকার কথায়, ‘এখনও ওই বাড়িটা আমার এতটাই পছন্দের যে, সেখানে আমি মোট ৬টি ফ্ল্যাট কিনেছি।’

মিকা অর্থের গুরুত্ব জানেন। তাই বিনিয়োগের জন্য তিনি বাড়িকেই বেছে নিয়েছেন। গায়কের কথায়, ‘কেউ সোনা, চশমা এমনকি জুতা কিনে টাকা খরচ করেন। আমার একটা ১০০ একরের জমি রয়েছে।’

তবে এই জমি থেকে যে প্রায় দেড়শোটি পরিবারের উপার্জন হয়, সে কথাও স্পষ্ট করেছেন মিকা।

উল্লেখ্য, শিল্পীর ৯৯তম বাড়িটির অন্দরসজ্জা করেছেন শাহরুখ খানের ঘরনি গৌরী খান। তার প্রতিষ্ঠানকেই প্রতিটি বাড়ির সাজসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানান গায়ক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন