English

30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

৭ জুন কাতারে গাইবেন জেমস, সঙ্গে একঝাঁক তারকা

- Advertisements -

নাসিম রুমি: ঈদ উপলক্ষে কাতারে আয়োজন হতে যাচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন- এশিয়ান মেগা কনসার্ট। আগামী ৭ জুন কাতারের এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটার, সানাইয়ায় অনুষ্ঠিত হবে কনসার্টটি। সেখানে সুরের ঝড় তুলতে হাজির হবেন নগর বাউল-খ্যাত রকস্টার জেমস। আর এই তারকার সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, ইয়ামিন হক ববি, কণ্ঠশিল্পী বেইলি আফরোজ, রিপা, অভিনেতা এজাজ, আরফান, ডান্স মাস্টার ইউসুফ খানসহ আরও অনেকে।

কনসার্টটি আয়োজন করছে দ্যা রয়েল আকসা রেস্টুরেন্ট। এটি কাতারে বাংলাদেশি মালিকানাধীন একটি খ্যাতনামা ব্যবসাপ্রতিষ্ঠান।

আয়োজকদের কথায়, দেশের গণ্ডি পেরিয়ে জেমসের খ্যাতি ও জনপ্রিয়তা বহু আগেই বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। কাতারেও তার গানের ভক্ত-অনুরাগীর সংখ্যা ঈর্ষনীয়। জেমসের লাইভ কনসার্ট দেখার জন্য তৃষ্ণার্ত সেই সব শ্রোতার প্রত্যাশা পূরণের জন্যই তাদের এই আয়োজন; যা আরও জমকালো করে তুলতে দেশের আর কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, কণ্ঠ ও নৃত্যশিল্পীদের এই কনসার্টে যুক্ত করা হয়েছে।

সব মিলিয়ে নগর বাউল জেমসকে আর দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে সাজানো ‘এশিয়ান মেগা কনসার্ট’ দর্শক-শ্রোতার কাছে বর্ণাঢ্য করে তুলতে সব রকমের চেষ্টা করে যাচ্ছেন তারা। সে কারণে তারা আশা করছেন, ৭ জুন রাতটি হবে অবিস্মরণীয় এক সংগীতময় রাত।

তারা আরও জানান, কনসার্টের দিন স্থানীয় সময় বিকেল ৩টায় দর্শকের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। চলবে রাত পর্যন্ত। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরশিয়া আলম।

কনসার্টে অংশ নেওয়া অন্যান্য শিল্পীদের কথায় প্রবাসী বাঙালিরা বাংলা গান আর দেশের আলোচিত তারকাদের পারফরম্যান্স দেখার জন্য দিনের পর দিন প্রহর গুনে যান। সে কারণে তাদের আহ্বানে সাড়া দিতেই হয়। তাই চেষ্টা করবেন ‘এশিয়ান মেগা কনসার্ট’-এর পারফরম্যান্সের মধ্য দিয়ে দর্শক-শ্রোতার তৃষ্ণা মেটানোর।

কনসার্টের পাশাপাশি জেমস ব্যস্ত সময় পার করছেন তাঁর নতুন গানের আয়োজন নিয়ে। শিগগিরই তাঁর নতুন গানগুলো প্রকাশনা শুরু হবে বলেও জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/84qm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন