English

27.5 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫
- Advertisement -

৭ মাস পর দেশে ফিরলেন অপূর্ব

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘ ৭ মাস ১০ দিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাট্যজগতের ‘বড় ছেলে’ খ্যাত এই তারকা মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঢাকায় ফিরেছেন বলে জানা গেছে।

দেশে ফেরার খবরটি নিশ্চিত হয়েছে অপূর্বর নিজ ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে। সেখানে তিনি একটি বিমানের জানালা দিয়ে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, “ফিরছি…”—মাত্র এক শব্দেই বুঝিয়ে দিয়েছেন তাঁর ফেরার অনুভব।

এর আগে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অপূর্ব। উদ্দেশ্য ছিল দীর্ঘ অভিনয়-জীবনের ক্লান্তি কাটিয়ে স্ত্রী ও পরিবারের সঙ্গে সময় কাটানো। উল্লেখ্য, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা যুক্তরাষ্ট্রেই বসবাস করেন। তাঁদের ঘরেও রয়েছে একমাত্র পুত্র আয়াশ।

এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও ২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন অপূর্ব। তখন দুই মাস পর দেশে ফিরেছিলেন। তবে এবারের সফরটি ছিল তুলনামূলক দীর্ঘ এবং অনেকটাই অভিনয় থেকে দূরে কাটানো।

দেশে ফিরেই অবশ্য এখনই শুটিং ফ্লোরে ফিরছেন না অপূর্ব। কয়েকদিন বিশ্রাম নেবেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র। তবে এর পরই তিনি ফিরবেন পুরোদমে কাজে।

শোনা যাচ্ছে, পরিচালক শিহাব শাহীনের আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তি দিয়ে অপূর্বর ক্যামেরার সামনে ফেরার কথা রয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজটির প্রথম সিজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেখানে অপূর্বর চরিত্র ‘গোলাম মামুন’ ছিল গল্পের কেন্দ্রে, যে এক জটিল রাজনৈতিক ও পারিবারিক জালে আটকে পড়া এক সাধারণ মানুষের প্রতিচ্ছবি।

‘গোলাম মামুন ২’-এর জন্য এরই মধ্যে প্রি-প্রোডাকশন চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ধারণা করা হচ্ছে, আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম দিকেই সিরিজটির শুটিং শুরু হবে, আর সেখানেই ফিরবেন অপূর্ব।

এদিকে, অপূর্বর ফেরাকে কেন্দ্র করে তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যেও ফিরে এসেছে নতুন উদ্দীপনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন, ‘অপূর্ব ভাইয়ের নাটকগুলোই আবার দেখতে চাই ঈদের আগেই’, ‘লম্বা সময় পর ফিরলেন, এবার আবার সেই আগের মতো কাজ করুন ভাই’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wz5c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন