নাসিম রুমি: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার পরিবার কঠিন সময় পার করছেন। স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠার কয়েক সপ্তাহ পর এবার তিনি ঘোষণা দিলেন মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার জনপ্রিয় রেস্টুরেন্ট ‘বাস্টিয়ান’ বন্ধ হয়ে যাচ্ছে।
মঙ্গলবার শিল্পা ইনস্টাগ্রামে এক নোট লিখে ভক্তদের এই খবর জানান। তিনি লেখেন, ‘এই বৃহস্পতিবার একটা যুগের ইতি ঘটতে যাচ্ছে। মুম্বাইয়ের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি – বাস্টিয়ান বান্দ্রা বিদায় নিচ্ছে। এখানে আমরা অসংখ্য স্মৃতি, অবিস্মরণীয় রাত আর শহরের নৈশজীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত কাটিয়েছি। এখন সেটি বিদায় জানাচ্ছে।’
তিনি আরও লেখেন, ‘এই বিশেষ জায়গার সম্মান জানাতে আমরা আয়োজন করছি এক বিশেষ রাতের, যেখানে থাকবে স্মৃতিচারণ, উচ্ছ্বাস আর জাদু। যদিও বাস্টিয়ান বান্দ্রা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের বৃহস্পতিবার রাতের আয়োজিত অনুষ্ঠান আর্কেন অ্যাফেয়ার চলবে বাস্টিয়ান অ্যাট দ্য টপ-এ, নতুন অধ্যায়ে নতুন অভিজ্ঞতা নিয়ে।’
২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রেস্টুরেন্টটি বিশেষ করে সী-ফুড পরিবেশনের জন্য বিখ্যাত হয়ে ওঠে। এটি শিল্পা শেঠি ও রঞ্জিত বিন্দ্রার যৌথ মালিকানাধীন।
এই রেস্টুরেন্ট বন্ধের ঘোষণা এল প্রতারণার অভিযোগের পরপর। কয়েক সপ্তাহ আগে অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ) শিল্পা ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০.৪ কোটি রুপি বা ৮৩ কোটি টাকার প্রতারণার মামলা করে। অভিযোগকারী দীপক কোঠারি দাবি করেন, তিনি ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে টাকা দেন, কিন্তু তা ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়।
অভিযোগের পর শিল্পা ও রাজ কুন্দ্রার আইনজীবী প্রাশান্ত পাতিল জানান, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তার ভাষায়, ‘এটি পুরনো একটি লেনদেন, যেখানে কোম্পানি আর্থিক সংকটে পড়ে এবং এনসিএলটির আইনি জটিলতায় আটকে যায়। এখানে কোনো অপরাধ নেই।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি ধাপে আমরা কাগজপত্র ও আর্থিক বিবরণ জমা দিয়েছি। এই মামলা কেবল শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে।’ শিল্পা শেঠির রেস্টুরেন্ট ‘বাস্টিয়ান’-এর এই বিদায় তাই এসেছে এক বিতর্কিত সময়েই।