ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন ভারতের গুণী বাঙালি অভিনেত্রী দেবশ্রী রায়। আর তার মাধ্যমে প্রায় ৮ বছর পরে পর্দায় ফিরবেন এই অভিনেত্রী। অনেক চিন্তা-ভাবনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দেবশ্রী। ফেরার কারণ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ওয়েব সিরিজে ভালো কাজ হচ্ছে এখন। আমিও নিজে ওয়েব সিরিজ দেখি। খুব ভালো লাগে।
‘মেড ইন হেভেন, ‘আউট অব লাভ’, ‘ফোর মোর শটস’ আমার পছন্দের ওয়েব সিরিজ। এর বাইরেও অনেক মানসম্পন্ন কাজ হচ্ছে।
দেবশ্রী জানান, এতোদিন কাজ করার মতো স্ক্রিপ্ট পছন্দ হচ্ছিল না। এই বাংলা সিরিজটি থ্রিলারনির্ভর। যেখানে আমি একজন লেখকের ভূমিকায় রয়েছি। চরিত্রটা খুবই ইন্টারেস্টিং।
এ কারণেই কাজটি করতে রাজি হয়েছি। এখানে অভিনয় করার জায়গা আছে। সেটা দর্শকরা দেখলেই বুঝতে পারবেন। এদিকে জানা গেছে, চিত্রনাট্য সম্পন্ন হলেই বাকি কাস্টিংও পাকা করা হবে এ ওয়েব সিরিজের। নভেম্বরেই ওয়েব সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা। তবে দেবশ্রী নিজেই আরো সময় চেয়েছেন। পুজোর পর করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে শুটিংয়ের কী হবে, তা নিয়েও ভাবছেন অভিনেত্রী।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/80z6
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন