আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। পরিচালক ও প্রযোজক হিসেবেও পেয়েছেন সফলতা। তাঁর পরিচালনায় শেষ ছবি ছিল ‘মায়ের স্বপ্ন’। ২০১০ সালে মুক্তি পায় ছবিটি।
এক যুগ ধরে আর কোনো ছবি পরিচালনা করেননি । বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি তিনি। খুব কাছ থেকে দেখছেন চলচ্চিত্র অঙ্গনের অবস্থা। তাই ফের প্রযোজনা ও পরিচালনায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর মধ্যে গল্প তৈরির কাজও শুরু হয়েছে বলে জানান।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি নির্বাচনের সময় শিল্পীদের কথা দিয়েছিলাম, ছবি নির্মাণ বাড়ানোর চেষ্টা করব। কিন্তু গত দুই মাসে তেমন অগ্রগতি হয়নি। ভাবলাম নিজেই আগে ছবি নির্মাণ করি। তারপর প্রযোজকদের চাপ দেব ছবি নির্মাণ করার। আশা করছি, আমাকে দেখে অনেকে আবার ছবিতে লগ্নি করবেন। ’