English

31.1 C
Dhaka
বুধবার, মে ২৫, ২০২২
- Advertisement -

অপু-জয়ের ‘প্রেম প্রীতির বন্ধন’ শুরু

- Advertisements -

ক্যারিয়ারে দীর্ঘ বিরতির পর আবারও সক্রিয় হয়েছেন নায়িকা অপু বিশ্বাস।  ব্যক্তিগত জীবনের সব দু:খগাথা পেছনে ফেলে অভিনয়ে ব্যস্ত হয়েছেন।  নতুন কিছু ছবিও হাতে নিয়েছেন।

এখন নায়ক জয় চৌধুরীর সঙ্গে জুটি বেধেছেন অপু বিশ্বাস।

এই জুটির নতুন ছবির নাম ‘প্রেম প্রীতির বন্ধন’।  পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।

সোমবার দুপুরে এফডিসির ৯ নম্বর ফ্লোরে ‘প্রেম প্রীতির বন্ধন’-এর মহরত অনুষ্ঠিত হয়।  এদিন থেকেই এফডিসিতে ১২ দিনের টানা শুটিং শুরু হয়।  শেষ লট হবে কুষ্টিয়াতে।

এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। তবে মূল নায়ক ছিলেন শাকিব খান।

অপু-জয় ছাড়াও প্রেম প্রীতির বন্ধনে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিনিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘প্রিয় কমলা’ ছবিতে, বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী।

একই জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘ছায়াবৃক্ষ’ নামের অনুদানের সিনেমায় অপু নায়ক হয়েছেন নিরব হোসাইন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন