৬৯তম মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর প্রতিযোগী আন্দ্রেয়া মেজা। মিস ইউনিভার্স শিরোপা জয়ী তিনি তৃতীয় মেক্সিকান। আজ সোমবার বিজয়ী ঘোষণা করার পর আন্দ্রেয়া মেজাকে মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স জোজোবিনি তুনজি।
এ বছর সেরা পাঁচে মিস মেক্সিকোর পাশাপাশি আরও জায়গা করে নিয়েছিলেন মিস ইন্ডিয়া, মিস ব্রাজিল, মিস পেরু, মিস ডমিনিকান রিপাবলিক।
এ বছর মিস ইউনিভার্স শিরোপা জয়ী আন্দ্রেয়া মেজা পেশায় সফটওয়্যার প্রকৌশলী। তিনি লিঙ্গ বৈষম্য দূরীকরণেও কাজ করছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/n63r