টলিউডের দুই জনপ্রিয় নায়ক দেব ও অঙ্কুশ। দুইজনেই নিজস্ব যোগ্যতায় জায়গা করে নিয়েছেন বানিজ্যিক ছবিতে। দর্শকদের মনেও পাকাপাকি স্থান তাদের। ছবিতে একসঙ্গে অভিনয়ও করেছেন তারা। এমনকি দেব প্রযোজিত আগামী ছবি ‘কিশমিশ’-এ অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন অঙ্কুশ।
সোশ্যাল মিডিয়ায় ‘কিশমিশ’ ছবির ডাবিংয়ের ছবি দিয়ে অঙ্কুশের অকপট স্বীকারোক্তি, দেবকে দেখে হিংসা হয়। কী এমন করলেন দেব যে তাকে দেখে হিংসে হচ্ছে অঙ্কুশের! সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একে অপরের সঙ্গে মজা করতে দেখা যায় অঙ্কুশ ও দেবকে। নানা সময়ে দেবই মজার কমেন্ট করেন অঙ্কুশের ছবিতে। এবার দেবকে নিয়ে মজা করলেন ।
গোলন্দাজ ছবির সাফল্যের পর আপাতত আইসল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এই সুপারস্টার। এদিকে পায়ে চোট নিয়ে কাবু অঙ্কুশ চালিয়ে যাচ্ছেন ছবির কাজ। এমনকি দেবেরই আগামী ছবি কিশমিশ ছবির ডাবিং করছেন তিনি। ডাবিংয়ের সেই ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন,’কেউ আইসল্যান্ডে মজা করছে আর কেউ কিশমিশের ডাবিং করছে।’ সঙ্গে হ্যাশট্যাগ ‘হাইট অফ জেলাসি’।
গত সপ্তাহেই আইসল্যান্ড পাড়ি দিয়েছেন দেব, সঙ্গে রয়েছেন বান্ধবী রুক্মিনী। মেরুপ্রভা দেখে কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তার মুগ্ধতার কথা জানিয়েছিলেন অভিনেতা। একের পর এক ঘুরতে যাওয়ার ছবি দেখে বোঝাই যাচ্ছে যে বেশ মজায় ছুটি কাটাচ্ছেন তিনি। এদিকে গোড়ালিতে চোট নিয়ে বেশ অনেকদিনই গৃহবন্দি ছিলেন অঙ্কুশ। কিছুটা সুস্থ হয়েই ফিরেছেন ছবির কাজে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9lsv
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন