English

25 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
- Advertisement -

‘অবশেষে এলে, দেখা হল আমাদের’, ফারিণকে দেখে দেব

- Advertisements -

নাসিম রুমি: সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ভিসা জটিলতায় ঢাকার অভিনয় শিল্পীদের কলকাতায় গিয়ে কাজের সুযোগ প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। এতে কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ সিনেমাটি হাতছাড়া হয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। সমস্যা অনেকটা কাটিয়ে ওটায়, অবশেষে কলকাতায় পা রেখেছেন ফারিণ।

দেবের নায়িকা হতে না পারলেও অবশেষে অভিনেতার সঙ্গে দেখা হয়েছে ফারিণের।

আনন্দবাজার লিখেছে, কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে একটি সিনেমায় কাজের কথাও চলছে এই অভিনেত্রীর।

এর মধ্যে একদিন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিকের ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে আমন্ত্রণ পেয়েছিলেন ফারিণ। সেই শোতে দেবের সঙ্গে দেখা হয় ফারিণের।

তখন ফারিণকে উদ্দেশ্য করে দেব বলেন, “যাক! অবশেষে এলে। দেখা হলো আমাদের।”

একটি ভরতের গণমাধ্যমেকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবের সঙ্গে ‘প্রতীক্ষা’ সিনেমায় কাজ করতে না পারায় আফসোসও প্রকাশ করেছেন অভিনেত্রী।

ফারিণ বলেন, “অনেক দিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিলেন তারা। আমিও আসার খুবই চেষ্টা করেছি। বেশ টানাপোড়েন গেছে তখন। শেষ পর্যন্ত ব্যাটে বলে হল না। এই তো দিন দুই আগে ‘স্বার্থপর’ সিনেমার প্রিমিয়ারে দেখাও হল দেবদার সঙ্গে। এর আগে উনার সঙ্গে সব কথা ফোনে হয়েছিল। মুখোমুখি এই প্রথম।”

কলকাতার শিল্পীরা ঢাকায় কাজ করছেন, আবার ঢাকার শিল্পীরাও কলকাতার বাংলা সিনেমায় কাজ করছেন। এতে স্থানীয় শিল্পীরা অনিশ্চয়তায় ভোগেন কী না জানতে চাইলে ফারিণের ভাষ্য, “কেউ কখনো কারও জায়গা দখল করতে পারে না। যদি দখল করতেই পারত, তা হলে ওপার বাংলা থেকে আমাকে অভিনয়ের ডাক পেয়ে এপার বাংলায় আসতে হত না। এপার বাংলার কেউ সেই কাজটা করে দিতেন। আমাকে এত ঝক্কি সইয়ে ডাকা হত না। তাই আমি কারও–বা কেউ আমার ‘রিপ্লেসমেন্ট’ হতে পারব না। আমি এভাবে ভাবিই না।

“আপনাদের ইধিকা পাল আমাদের দেশে কাজ করছেন। যথেষ্ঠ ভালো কাজ করছেন। আবার আমাদের চঞ্চল চৌধুরী, জয়া আহসান বা মোশাররফ করিম আপনাদের সিনেমায় অভিনয় করছেন। এই আদান–প্রদানটাই তো দরকার। এতে দুই দেশের মঙ্গল। আমাদেরও কাজের সুযোগ বাড়বে।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uywt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন