নাসিম রুমি: ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার ঝুলিতে রয়েছে বহু হিট সিনেমা। সামনে আসছে তার নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এর মধ্যেই নায়িকা জানালেন তিনি নাকি দশ বছর পর আর কাজ করবেন না?
ইন্ডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকাকে প্রশ্ন করা হয় তিনি আজ থেকে ১০-১৫ বছর পর তিন যদি অভিনয় না করেন, তাহলে কী করবেন? এই প্রশ্ন শুনে মিমি নিজেই দৃঢ় ভাবে জানান, তিনি অভিনয় করবেন না।
নায়িকার কথায়, ‘অভিনয় করব না আমি ১০ বছর পর। এটা একেবারেই চুড়ান্ত। আনেক ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কারন হিসাবে বলেন ১০ বছর পর দশর্করা আমার ছবি দেখবেনা।
কিছুদিন আগে মিমি সিনেমা প্রমোশন প্রসঙ্গেও তার মতামত ভাগ করে নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করি দর্শকদের যেটা দেখার সেটা তারা দেখবেন। আর ওতো প্রমোশন করে কোনও লাভ নেই।
যদিও এটা আমার ব্যক্তিগত মতামত। অন্যদের অন্য রকমের ভাবনা থাকতেই পারে।
মিমি আরও বলেন, আমার মনে হয় সিনেমা মুক্তির দশ দিন আগে দর্শকদের বলা। আর বড় বড় হোডিং, পোস্টার যেগুলো হয়, সেগুলো যদি ইন্টারেস্টিং হয় তাহলে অবশ্যই দর্শকদের চোখ সেখানে যাবে।
যেমন আমার ডাইনির পোস্টার গুলো খুব নজরকাড়া ছিল। যদি পোস্টার, বিলবোর্ড, ট্রেলার, টিজার নজরকাড়া হয়, গান যদি আকর্ষণীয় হয় তাহলে দর্শকরা যাবেন সিনেমা দেখতে।
তার কথায়, ট্রেলার একটি সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হয়তো আমি একটু পুরানো সময়ের মতো করে ভাবনা চিন্তা করি। তবে আমার মনে হয় ওতো প্রমোশন করে কোনও লাভ নেই।
কারণ হিসেবে মিমি বলেন, যত বেশি প্রমোশন করবে তত বেশি প্রোডাকশন ভ্যালু বাড়বে, তত খরচ বাড়বে। ওই খরচটা বাড়িয়ে কোনও দরকার নেই। যেটুকু বেসিক করা, মানে যেমন ইউন্ডোজ করে ঘরের মধ্যে বসে। ওটাই যথেষ্ঠ।
এর আগে গত বছর পূজায় মুক্তি পেয়েছিল মিমি অভিনীত ‘রক্তবীজ ২’ । সিনেমাটিতে নায়িকার বিকিনি লুক বেশ ভাইরাল হয়েছিল। তারপরও দারুণ ভাবে সারা ফেলে দিয়েছিল দর্শকদের মধ্যে। মিমির অভিনয়ও দর্শকমহলে প্রশংসিত হয়েছিল।
