English

25.9 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

অভিনেতা থেকে ক্রিকেটার, মাধুরীর সঙ্গে নাম জড়িয়েছিল বহু তারকার

- Advertisements -

ভারতীয় সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম মাধুরী দীক্ষিত। অভিনয়, নৃত্য, রূপ এবং ব্যক্তিত্ব- সব দিক দিয়েই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের এক অন্যতম শীর্ষ নায়িকা হিসেবে।

‘ধাক ধাক গার্ল’ নামে পরিচিত এই অভিনেত্রী একাধিক সফল সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও প্রেমের সম্পর্ক নিয়েও বহুবার উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার জীবনের একাধিক অধ্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতা ও এক ক্রিকেটারের সঙ্গেও প্রেমের গুঞ্জন উঠেছিল। চলুন এবার ধাপে ধাপে জেনে নেওয়া যাক মাধুরীর জীবনের সেই আলোচিত প্রেম কাহিনিগুলো-

টলিউডের তাপস পালের সঙ্গে ক্যারিয়ার শুরু

১৯৮৪ সালে হিন্দি ছবি ‘অবোধ’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন মাধুরী। এই ছবিতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় টলিউড অভিনেতা তাপস পাল। যদিও ছবিটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। তবে এটিই ছিল বলিপাড়ায় মাধুরীর প্রথম পা রাখা।

অনিল কাপুরের সঙ্গে জুটি ও সম্পর্কের গুঞ্জন

আশির দশকের শেষ ভাগে বলিউডে অনিল কাপুরের সঙ্গে তার জুটি বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। ‘তেজাব’, ‘রাম লক্ষ্মণ’, ‘বেটা’সহ একাধিক সফল ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। বলিপাড়ার অনেকেই দাবি করেন পর্দার রসায়ন ক্যামেরার বাইরেও ছড়িয়ে পড়েছিল। গুঞ্জন ছিলো অনিলের স্ত্রী সুনীতা কাপুর মাধুরীর সঙ্গে তার স্বামীকে অভিনয় করতে নিষেধ করেছিলেন, যার ফলে দীর্ঘ সময় এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি। বহু বছর পর তারা আবার একত্রিত হন ‘টোটাল ধামাল’ (২০১৯) ছবিতে।

সঞ্জয় দত্তের সঙ্গে প্রেম এবং বিচ্ছেদ

মাধুরীর জীবনের সবচেয়ে আলোচিত প্রেমের অধ্যায়গুলোর একটি ছিল সঞ্জয় দত্তকে ঘিরে। ‘সাজান’, ‘খলনায়ক’, ‘থানেদার’সহ একাধিক ছবিতে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। কিন্তু সিনেমার বাইরে তাদের সম্পর্ক নিয়েও তৈরি হয় বিপুল চর্চা। গুজব ছিলো ‘সাজান’ ছবির সেট থেকেই তাদের সম্পর্ক শুরু। সেসময় সঞ্জয় বিবাহিত ছিলেন এবং স্ত্রী রিচা শর্মার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বলেও জানা যায়। তবে ১৯৯৩ সালে সঞ্জয়ের গ্রেফতারের পর মাধুরী ধীরে ধীরে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন এবং শেষমেশ সম্পর্কের ইতি টানেন।

জ্যাকি শ্রফের সঙ্গে রসায়ন জমে উঠলেও সম্পর্ক গোপন

মাধুরীর সঙ্গে জ্যাকি শ্রফ জুটির সিনেমা ‘ত্রিদেব’, ‘লজ্জা’, ‘উত্তর দক্ষিণ’ বেশ জনপ্রিয়তা পায়। তাদের সম্পর্ক নিয়েও কানাঘুষো শোনা গিয়েছিল। তবে কখনও প্রকাশ্যে কিছু স্বীকার করেননি তারা।

মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক

মাধুরী দীক্ষিত ও মিঠুন চক্রবর্তী জুটি বেঁধেছিলেন ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘মুজরিম’, ‘পেয়ার কা দেবতা’র মতো ছবিতে। অনেকের মতে- অনিল কাপুরের সঙ্গে দূরত্ব তৈরির পর মিঠুনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মাধুরীর। তবে তার ম্যানেজার রিক্কু রাকেশ নাথ এসব দাবি নস্যাৎ করে বলেন, প্রযোজকদের তৈরি গুজবমাত্র এগুলো।

ক্রিকেটার প্রেমিক অজয় জাদেজা

বলিউড এবং ক্রিকেট- এই দুই জগতের সংযোগ নতুন নয়। সেই তালিকায় মাধুরীর নামও রয়েছে। তিনি নাকি এক সময় ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজার প্রেমে পড়েছিলেন।একটি বিজ্ঞাপনের কাজ থেকে তাদের পরিচয়, পরে সেই বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়। এমনকি তাদের বিয়ের সম্ভাবনাও নিয়ে গুঞ্জন উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কও ভেঙে যায়।

শ্রীরাম নেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ

অনেক প্রেমের গুঞ্জন ও সম্পর্কের ওঠাপড়া পেরিয়ে ১৯৯৯ সালে মাধুরী বিয়ে করেন ডা. শ্রীরাম মাধব নেনেকে। তিনি পেশায় একজন সফল কার্ডিওভাসকুলার সার্জন। বর্তমানে দুই পুত্র এবং স্বামীর সঙ্গে মুম্বইতেই বসবাস করছেন মাধুরী। পরিবার ও পেশার মধ্যে ভারসাম্য রেখে তিনি এখনো বলিউডের এক মর্যাদাসম্পন্ন মুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m7n8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন