English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
- Advertisement -

অভিনেত্রীদের পারিশ্রমিক বৈষম্য ও কর্মঘণ্টা নিয়ে সরব মাধুরী

- Advertisements -

নাসিম রুমি: সিনেমা ইন্ডাস্ট্রিতে নায়ক–নায়িকার পারিশ্রমিকে বৈষম্য বহুদিনের সমস্যা। অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা এখনো সুবিধা ও সম্মান পিছিয়ে আছেন- এমন অভিযোগ শোনা যায় প্রায়ই। এবার সেই অসমতার বিরুদ্ধে সরব হলেন বলিউডের চিরচেনা নায়িকা মাধুরী দীক্ষিত।

মাধুরী স্পষ্টভাবে বলেন, ‘শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বেতন বৈষম্য প্রতিটি কর্পোরেট সেক্টরেই রয়েছে। তবে সিনেমা ইন্ডাস্ট্রি নায়িকার পারিশ্রমিক বৈষম্য অনেক বেশি। এই বৈষম্য দূর হওয়া উচিৎ।’

ক্যারিয়ারের শুরুর দিক থেকেই মাধুরী বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের একজন। অনিল কাপুর, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, সালমান খান থেকে আমির খান—সবাইয়ের সঙ্গে ব্লকবাস্টার জুটি বেঁধেছেন তিনি।

পূর্বের অভিজ্ঞতা তুলে ধরে মাধুরী বলেন, ‘পারিশ্রমিকে বৈষম্য চিরকালীন বিষয়। বহু বছর ধরে লড়ে আসছি এবং বলছি-নায়িকাদেরও পারিশ্রমিক বাড়ানো উচিত। আমি বলছি না, অভিনেতাদের চেয়ে বেশি দিতে হবে; তবে কোথাও একটা সমতা বজায় থাকতেই হবে।’

শুধু পারিশ্রমিক নয়, চলতি বছরের শুরু থেকে দীপিকা পাড়ুকোনের দাবি করা ৮ ঘণ্টার শুটিং শিফট সম্পর্কেও মত প্রকাশ করেন মাধুরী। তিনি বলেন, ‘মিসেস দেশপাণ্ডে ওয়েব সিরিজে সময় আমরা প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করেছ, কখনো তার থেকেও বেশি। আমার মতে, প্রত্যেকেরই নিজের মতো মতামত দেওয়ার অধিকার আছে। আমি কাজপাগল মানুষ—বিষয়টা অন্যভাবে দেখি। কিন্তু কোনো নায়িকা যদি বলেন তিনি নির্দিষ্ট সময়ই কাজ করতে চান, তাহলে বুঝতে হবে তাঁর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। সেই নায়িকার জন্য আরও শক্তি কামনা করি।’

দীপিকার বক্তব্যে সমর্থন জানিয়ে মাধুরীর সংযোজন, ‘কাজের সময়সীমা বেছে নেওয়ার অধিকার প্রত্যেকেরই ব্যক্তিগত বিষয়। জোর করে কাউকে সময় বেঁধে দেওয়া উচিত নয়।’

৫৮ বছর বয়সী মাধুরীর নতুন ওয়েব সিরিজ ‘মিসেস দেশপান্ডে’। সিরিজটি মুক্তি পাবে ১৯ ডিসেম্বর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8h3r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন