ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আহত সামিউল হককে প্রথমে গোয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় অ্যাপোলোতে স্থানান্তর করা হয়েছিল।
সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন। গোয়াহাটির মেয়র মৃগেন সারানিয়া তার মৃত্যু নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, এএস ০১এফএম ৯১৯৯ নম্বরের গাড়িটি তারা জব্দ করেছে এবং এ ঘটনায় তদন্ত চলছে। কিন্তু ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে যে, অভিযুক্ত ব্যক্তি তারকা হওয়ার কারণে তদন্তে স্বচ্ছতার অভাব রয়েছে। তারা শুধুই ন্যায়বিচার চান এবং অভিযুক্ত ব্যক্তি তারকা হওয়ায় তাকে আইনের ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয়।