English

27 C
Dhaka
সোমবার, মে ৬, ২০২৪
- Advertisement -

অভিনেত্রীর বিড়াল নিখোঁজ, খুঁজে দিলে পুরস্কার

- Advertisements -

অভিনেত্রী সাদিয়া আয়মানের একটি বিড়াল হারিয়ে গেছে। ৫ বছর বয়সী বিড়ালটি গত ৮ নভেম্বর বাসা থেকে হারিয়ে গেছে।

Advertisements

বিড়ালের সন্ধানে সাদিয়া ভাটারা এলাকায় দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটিয়েছেন। শুধু তাই নয়, বিড়ালটির সন্ধান দিতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেবেন বলেও পোস্টারে উল্লেখ করেছেন এই অভিনয়শিল্পী।

‘মিও’ নামের পোষা বিড়াল হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছেন মিজানুর রহমান আরিয়ানের ফুলের নামে নাম-এর অভিনেত্রী সাদিয়া আয়মান।

রবিবার সন্ধ্যায় বলেন, ‘বিড়ালটি আমার সঙ্গে রয়েছে ৫ বছর ধরে। উঠতে বসতে, শুতে সবসময় বিড়ালটি আমার সঙ্গেই থাকতো। ৮ তারিখে শুটিং থেকে ফেরার পরই বিড়ালটিকে আর পাইনি।  সেদিন থেকে অজস্রবার খুঁজেছি। কোথাও পাইনি, বাধ্য হয়ে পোস্টার লাগিয়েছি এবং পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছি। ’

Advertisements

সাদিয়া পোস্টারে উল্লেখ করেছেন বিড়ালটি ‘মিও’ বলে ডাকলে সাড়া দেবে। ঠোঁটে কাটা দাগ আছে। হারানোর সময় গলায় বেল্ট ছিল।

সাদিয়া আয়মান কাজ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ চলচ্চিত্রে, শিহাব শাহীনের ‘মায়া শালিক’ ওয়েব সিরিজে। এছাড়াও মুক্তির তালিকায় রয়েছে একাধিক কাজ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন