English

23 C
Dhaka
শুক্রবার, মে ২, ২০২৫
- Advertisement -

অমিতাভ অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন কেরিয়ারের মধ্যগগনে

- Advertisements -

নাসিম রুমি: অমিতাভ বচ্চন, বলিউডের অবিসংবাদিত মেগাস্টার। প্রযোজকদের কাছে তিনি ছিলেন সবসময় প্রথম পছন্দের। বিগ বি ছবিতে থাকা মানেই সে ছবি সুপারহিট। ‘দিওয়ার’, ‘জঞ্জির’, ‘অভিমান’, ‘সিলসিলা’, ‘শোলে’, ‘হাম’ ইত্যাদি ছবির হোর্ডিং, পোস্টার সিনেমাহল থেকে নামানো যেত না, এতটাই ছিল তাঁর ছবির চাহিদা। কিন্তু মধ্যগগনে থাকাকালীন অমিতাভ বচ্চন অভিনয় জীবন থেকে অবসর নিতে চেয়েছিলেন। এমন সিদ্ধান্ত কেন নিয়েছিলেন অমিতাভ?

তবে নয়ের দশকের এক নায়কের সঙ্গে ছবি করেই অমিতাভ বচ্চন তাঁর হারানো সাম্রাজ্য ফিরে পেয়েছিলেন।

নয়ের দশকে অমিতাভ বচ্চন নায়ক চরিত্রে আর মানাচ্ছিলেন না। একের পর এক তাঁর ছবি ফ্লপ হচ্ছিল। পরের পর অমিতাভের শো ফাঁকা যাচ্ছিল। শাহরুখ-আমির-সলমনদের নতুন জমানায় অমিতাভের বয়স্ক মুখের দর কমছিল হিরোর রোলে। নতুন জমানার নায়িকাদের পাশেও বেমানান হয়ে পড়ছিলেন অমিতাভ। সেই দুঃসময়ে অমিতাভের কেরিয়ার ফিরেছিল নয়ের দশকের সুপারস্টার নায়ক গোবিন্দার সঙ্গে ছবি করে। গোবিন্দার কমেডি থেকে ডান্স নাম্বার তখন বাজারে বিপুল হিট। ‘খান’ নায়কদের বাইরে গিয়ে গোবিন্দা নিজের একটা দর্শক চাহিদা তৈরি করতে পেরেছিলেন।

পরিচালক ডেভিড ধাওয়ান অমিতাভের কাছে গিয়ে বলেছিলেন বর্তমান সময়ের হিট হিরো গোবিন্দার সঙ্গে ছবি করতে। পরিচালকের কথায় ছবি সাইন করেন অমিতাভ। সেই ছবি ছিল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। অমিতাভের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছিল এই ছবি দিয়েই। তার আগে ‘মৃত্যুদাতা’, ‘মেজর সাব’-এর মতো অমিতাভের ছবিগুলি পরপর ফ্লপ করছিল।

১৯৯৮ সালে মুক্তি পায় ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। অমিতাভ-গোবিন্দা দু’জনের ম্যাজিক বিপুল ভাবে সারা ভারতে আলোড়ন তোলে। বিশেষত, কমেডি ছবি হিসেবে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ কাল্ট হিট। সংগীতেও ছবিটি ছিল বছরের মেগা হিট।

১৯৯৮ সালের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবিও ছিল এটিই। বর্ষীয়ান অমিতাভের ধসে যাওয়া কেরিয়ার ফিরেছিল নতুন প্যাকেজ হিরো গোবিন্দার হাত ধরে। অমিতাভ ও গোবিন্দার ডান্স নাম্বারগুলি সবার মুখে মুখে ফিরত। এই ছবিতেই অমিতাভ আর গোবিন্দার সঙ্গে অতিথি শিল্পী হিসেবে নাচ করেছিলেন মাধুরী দীক্ষিত, যা আইকনিক হিট। তখনকার জনপ্রিয় দূরদর্শন মিউজিক শো ‘সুপারহিট মুকাবলা’-তেও এক নম্বরে থাকত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র গান।

এই ছবিতে অমিতাভের বিপরীতে অভিনেত্রী ছিলেন রম্যা কৃষ্ণন, যিনি অমিতাভের সঙ্গেই এর আগে একটি তামিল ছবি করেছিলেন। গোবিন্দার বিপরীতে ছিলেন রবিনা ট্যান্ডন। গোবিন্দা-রবিনার ডান্স আইটেমও যে কী বিপুল হিট হয় নয়ের দশকে, তা তো আর বলার অপেক্ষা রাখে না

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন