নাসিম রুমি: বলিউডের বর্তমান সময়ের অন্যতম হার্টথ্রব প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। যার নামটাই যেন শ্রোতাদের কাছে আবেগের। প্রেম, বিরহ, অপেক্ষা কিংবা নীরব কষ্ট- সব অনুভূতিকে নিজের কণ্ঠে জীবন্ত করে তোলার অসাধারণ ক্ষমতা তাকে আজকের সময়ের সবচেয়ে প্রভাবশালী গায়কদের একজন করে তুলেছে।
বলিউডের চার দেওয়াল পেরিয়ে তার গান ছুঁয়ে গেছে কোটি শ্রোতার হৃদয়, তৈরি করেছে আলাদা এক সংগীতভুবন, যেখানে অনুভূতিই শেষ কথা।
তবে তার ভক্তদের জন্য মঙ্গলবার হতাশার খবর দিয়েছেন অরজিৎ।
ইতোমধ্যেই ভক্তরা জেনে গেছেন, সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং। হঠাৎ করেই এমন ঘোষণা করেন গায়ক নিজেই।
অরিজিতের এমন সিদ্ধান্তে ভক্ত থেকে শুরু করে অনেক তারকার মন খারাপ।
বলিউডের সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পীদের অনেকের অরিজিতের এই সিদ্ধান্ত অবিশ্বাস্য বলে মনে হয়েছে। আর কোনও দিন প্লেব্যাক করবেন না অরিজিৎ। এই খবরে বেশ অবাক হয়েছেন কিংবদন্তি উদিত নারায়ণ।
অরিজিতের সিনেমার গান গাওয়া থেকে অবসরের প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিয়েছেন উদিত নারায়ণ।
তিনি বলেন, খুব কম সময়েই খুব ভালো কাজ করেছেন অরিজিৎ। অ্যাওয়ার্ড, খ্যাতি, সম্মান, অর্থ সব পেয়েছেন তিনি। শুধু তাই নয়, স্টেজে উঠলে তাকে ঘিরে অনুরাগীদের যে উন্মাদনা, সেটা যেকোনও গায়কের কাছে অন্যতম প্রাপ্তি। অরিজিৎ সেটা পেয়েছেন।
তিনি আরও বলেন, এটা হয়তো অরিজিতের সিদ্ধান্ত, তবে গান থেকে কোনওদিন দূরে যেতে পারবেন না তিনি।
অরিজিতের গান শ্রোতাদের হৃদয়ে আজীবন রয়ে যাবে।
প্লেব্যাক ছেড়ে দিলেও যেসব কাজ হাতে রয়েছে, সেসব শেষ করবেন অরিজিৎ। তা জানিয়ে এই শিল্পী বলেন, আমার হাতে এখনো কিছু কাজ রয়েছে, এসব শেষ করব। তাই এ বছরও আপনারা আমার কিছু কাজ দেখতে পাবেন।
এদিকে ভক্তদের জন্য আরও একটি স্পষ্ট বার্তা দিয়েছেন এই গায়ক। যা শুনে ভক্তদের কিছুটা কষ্ট লাগব হয়েছে। গায়কের কথায়, পরিষ্কার করে বলতে চাই, আমি সংগীত থেকে বিদায় নিচ্ছি না।
