English

26.5 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
- Advertisement -

অল্পদিনেই সৃজিতের কাছের হয়ে গেছি : সুস্মিতা

- Advertisements -

নাসিম রুমি: টালিউড নির্মাতা সৃজিত মুখার্জি এবং অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির প্রেমের গুঞ্জন বেশ জোরালো হয়েছে। সম্প্রতি দুর্গাপূজার সময় তাদের একসঙ্গে তোলা বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর এই গুঞ্জন নতুন করে আলোচনার জন্ম দেয়।

সোমবার (২৯ অক্টোবর) সৃজিত নিজের সামাজিকমাধ্যমে দুর্গোৎসবের মণ্ডপে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। এর মধ্যে সৃজিত ও সুস্মিতার একে অপরের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়, যা নেটিজেনদের মাঝে নানা কৌতূহল তৈরি করে।

কলকাতার সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, ছবির এই ‘প্রেমময় দৃষ্টির’ কারণ জানতে চাওয়া হলে সুস্মিতা বিষয়টিকে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন।

সুস্মিতার কথায়, ‘আমরা দুজনে খুব ভালো বন্ধু। বলা যেতে পারে, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়েছি। যারা এসব নিয়ে কথা বলছেন, তাদের নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।’

সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে সুস্মিতা প্রথমবার তার সঙ্গে কাজ করেন। এই কাজের সুবাদেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এর আগে তাদের মধ্যে কোনো পরিচয় ছিল না।

সুস্মিতা টালিউডের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী। মডেলিং দিয়ে তার যাত্রা শুরু হয় এবং বর্তমানে তিনি অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন মিথিলা। একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তবে এখন চিত্রটা পাল্টেছে।

সৃজিতের সঙ্গে মিথিলা অনেকদিন ধরেই এক ছাদের নিচে না থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন। তাদের দাম্পত্য জীবনে কি তাহলে চিড় ধরেছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছিল দুই বিনোদন পাড়ায়। সম্প্রতি এক পডকাস্টে নিয়ে একরকম অস্পষ্টই থেকে যান অভিনেত্রী।  সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা। এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’

এরই মধ্যে সুস্মিতার সঙ্গে সৃজিতের এই মেলামেশা নানা জল্পনা আরও বাড়িয়ে দিল তাদের অনুরাগীদের মাঝে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/03m7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন