‘অ্যাকুয়াম্যান-২’ সিনেমায় অ্যাম্বার হার্ডের ভূমিকা নিয়ে অনেকদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে। অনেকেই মনে করেছিলেন, ওয়ার্নার ব্রসের যোদ্ধা মেরা হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই অ্যাম্বারের।
তবে সিনেমাটিতে থাকা নিয়ে এবার নিজেই মুখ খুললেন এই অভিনেত্রী।
দিন কয়েক আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অ্যাম্বার হার্ড জানান, ‘ফ্যানদের ভালোবাসার জন্য প্রথমেই তাদের ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। ‘অ্যাকুয়াম্যান-২’ সিনেমায় আমি থাকছি। দারুণ লাগছে সিনেমাটিতে ফেরার খবর ভক্তদের জানাতে পেরে।’
তিনি প্রত্যাশা করছেন এই ছবিটি তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করবেন। সেইসঙ্গে তিনি জানান, সামনের বছর থেকে এ সিনেমার শুটিং শুরু হবার কথা রয়েছে।
যদিও ওয়ার্নার ব্রস সিনেমাটির দ্বিতীয় পর্বের কাস্টিংয়ের ব্যাপারে অফিশিয়ালি কোনো বিবৃতি দেয়নি। তবে ২০২১ সালেই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছে তারা।
২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমার প্রথম পর্বটি দারুণ জনপ্রিয়তা পায়। এটি ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের (ডিসিইইউ) ষষ্ঠ ছবি। ডেভিড লেসলি জনসন-ম্যাকগোল্ড্রিক এবং উইল বালের চিত্রনাট্য থেকে চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন জেমস ওয়ান।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/g5hd
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন