নাসিম রুমি: ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’খ্যাত চিত্রনায়ক ফারুক। আজ প্রয়াত এই অভিনেতার জন্মদিন। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত এইচ আকবর পরিচালিত ‘জলছবি’র মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করেন তিনি। তবে তার অভিনীত ‘মিয়া ভাই’ সিনেমার ব্যাপক সাফল্যের পর ঢাকাই ছবির মিয়া ভাই হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন ফারুক।
১৯৪৮ সালের আজকের দিনে গাজীপুরের কালীগঞ্জে জন্মগ্রহণ করেন আকবর হোসেন পাঠান দুলু। পরে সিনেমায় এসে যিনি দেশব্যাপী ফারুক নামে পরিচিতি লাভ করেন। অভিনয়ের পাশাপাশি ফারুক একজন মুক্তিযোদ্ধা, প্রযোজক ও রাজনীতিবিদ ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকেছেন আমৃত্যু।
ছাত্রজীবন থেকে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর আগপর্যন্ত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন।
জন্মদিনে কেক কাটতে পছন্দ করতেন না ফারুক। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কেক কাটা থেকে বিরত ছিলেন।
চলচ্চিত্রে ফারুকের পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ার। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজগতে ফারুকের অভিষেক ঘটে। এরপর তিনি অভিনয় করেন বহু দর্শকপ্রিয় চলচ্চিত্রে। ফারুকের অভিনীত ‘মিয়া ভাই’ চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্রাঙ্গনে ‘মিয়া ভাই’ হিসেবে খ্যাতি পান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হন নন্দিত এই চিত্রনায়ক।
তার অভিনীত সিনেমার মধ্যে ‘সুজন সখী’, ‘লাঠিয়াল’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘আলোর মিছিল’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘দিন যায় কথা থাকে’, ‘নাগরদোলা’ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নায়ক ফারুক। অসুস্থতা নিয়ে দীর্ঘদিন সেখানে ভর্তি ছিলেন তিনি।