English

23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

আজকে দিনে স্বামীর সঙ্গে অদেখা ছবি পোস্ট করে কী লিখলেন নিতু কাপুর

- Advertisements -

নাসিম রুমি: ১৯৭৯ সালে আজকের দিনেই বাগদান পর্ব সেরেছিলেন ঋষি কাপুর এবং নিতু কাপুর। ৪৬ বছরের পুরনো ছবি পোস্ট করে আবেগ তাড়িত হলেন নিতু কাপুর।

ভালোবেসে বিয়ে করেছিলেন তাঁরা। আজ ঋষি কাপুর নেই, তবুও স্বামীকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেননি নিতু কাপুর। প্রায়শই বিভিন্ন মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে স্বামীর প্রসঙ্গে কথা বলতে শোনা যায় নিতুকে। এবার নিজেদের বাগদান পর্বের ছবি পোস্ট করে আবেগ তাড়িত হলেন অভিনেত্রী।

১৯৮০ সালের ২২ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন ঋষি কাপুর এবং নিতু কাপুর। ঠিক তার আগের বছর অর্থাৎ ১৯৭৯ সালের ১৪ এপ্রিল বাগদান পর্ব সেরেছিলেন তাঁরা। ইনস্টাগ্রাম স্টোরিজে পুরনো দিনের সেই ছবি পোস্ট করে স্মৃতি রোমন্থন করলেন অভিনেত্রী।

নিতু যে ছবিটি পোস্ট করেছেন সেই ছবিটি একটি কালো সাদা ছবি। ছবিতে ঋষি কাপুরকে কালো রঙের একটি পোশাক পরে থাকতে দেখা যায়, নিতুকে পরে থাকতে দেখা যায় একটি সাদা রঙের পোশাক। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘১৯৭৯ সালে এই দিনে আমাদের বাগদান হয়েছিল।(দুটি হৃদয়ের ইমোজি) সময় কোথা দিয়ে চলে যায়।(বিভ্রান্ত মুখের ইমোজি)।’

ঋষি এবং নিতুর দুই সন্তান। রণবীর কাপুর এবং ঋদ্ধিমা কাপুর সাহানি। ছেলে এবং মেয়ে দুজনেরই দুই কন্যা সন্তান। ঋষি কাপুর আজ নেই ঠিকই, কিন্তু তাঁর স্মৃতি আগলে পরিবারদের নিয়ে দিন কাটাচ্ছেন নিতু।

১৯৭০ থেকে ১৯৮০, এই সময়ে একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছিলেন এই তারকা দম্পতি। ‘অমর আকবর এন্থনি’, ‘খেল খেল মে’, ‘রাফু চক্কর’, ‘কাভি কাভি’, ‘বেশারাম’ সহ বহু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন এই তারকা দম্পতি। তবে বিয়ের পর অভিনয় জগত থেকে সরে দাঁড়িয়েছিলেন ঋষি পত্নী।

২০২০ সালে ৬৭ বছর বয়সে মারা যান ঋষি। দীর্ঘদিন ধরে লিউকোমিয়ায় ভুগছিলেন তিনি। জীবনের শেষ কয়েকটা দিন তিনি ছিলেন নিউইয়র্কে। সেখানেই চলছিল চিকিৎসা। ঋষি কাপুরের সর্বশেষ সিনেমা ‘শর্মাজি নামকিন’- এর শ্যুটিং শেষ করে যেতে পারেননি তিনি। ঋষি কাপুরের অনুপস্থিতিতে সেই কাজ সম্পন্ন করেছিলেন পরেশ রাওয়াল।

আরও পড়ুন: বলিউডে প্রত্যাবর্তন ফাওয়াদের,সমর্থন জানিয়ে সুস্মিতা বললেন, ‘শিল্পে স্বাধীনতা…’

আরও পড়ুন: টিকিট কেটেও মেলেনি হৃতিকের ছবি, ভক্তদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি আয়োজকদের

নিতু কাপুর ফের ধীরে ধীরে ফিরছেন কাজের দুনিয়ায়। ‘ডাইনিং উইথ দ্যা কাপুরস’ নামক একটি শোয়ে দেখা যাবে তাঁকে। এতে আরও অভিনয় করবেন করিনা কাপুর, রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি, রণধীর কাপুর এবং কারিশমা কাপুর। শোয়ে আরও দেখা যাবে আরমান জৈন, আনিসা মালহোত্রা জৈন, আদার জৈন, রিমা জৈন, সইফ আলি খান, ভারত সাহনি, অগস্ত্য নন্দা, নভ্যা নভেলি নন্দা, কুণাল কাপুর, জাহান কাপুর প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gula
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন