জানা গেছে, চেন্নাইয়ের কোদামবাক্কামে একটি ম্যারেজ হল রয়েছে এই অভিনেতার। সম্প্রতি রাঘবেন্দ্র নামের এই ম্যারেজ হলের জন্য গত ছয় মাসের সাড়ে ছয় লাখ রুপি কর দাবি করেছে গ্রেটার চেন্নাই করপোরেশন (জিসিসি)।
কিন্তু এই কর মওকুফ চান রজানীকান্ত। তার আইনজীবী বিজয়ন সুব্রামানিয়ামের মাধ্যমে মাদ্রাজ উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছেন তিনি।
এতে তিনি উল্লেখ করেছেন, গত ২৪ মার্চ থেকে করোনা মহামারীর কারণে এই ম্যারেজ হল খালি ছিল। তাই কোনও আয় হয়নি।
‘দরবার’ সিনেমাখ্যাত এই অভিনেতা পিটিশনে আরও উল্লেখ করেছেন, লকডাউনে সরকারের সকল নিয়ম তিনি মেনে চলেছেন। এছাড়া রাঘবেন্দ্র ম্যারেজ হলের কর নিয়মিত পরিশোধ করেন। কিন্তু লকডাউনের কারণে অগ্রিম বুকিংয়ের অর্থও তাকে ফেরত দিতে হয়েছে। ফলে তার পক্ষে এই কর দেওয়া সম্ভব নয়।
এর আগে রজনীকান্তকে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্ধ-বার্ষিক করের নোটিশ পাঠায় জিসিসি।
রজনীকান্ত তার ‘আনাত্তে’ সিনেমার শুটিং শুরু করবেন। এর আগে শোনা গিয়েছিল অক্টোবরে শুটিং শুরু করবেন তিনি। তবে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নভেম্বরে শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/l6jc
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন