দীর্ঘ অপেক্ষার পর ফিরছে ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় সিজন দুইতে থাকবে আরও বেশি রোমাঞ্চ এবং এক্সসাইটিং।
তাহসান খানের সঞ্চালনায় এবং ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় এবারের সিজনে থাকবে আগের চেয়ে আকর্ষণীয় পুরস্কার এবং টানটান উত্তেজনা, যা পারিবারিক বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করবে।
তাহসান খান শোটির নতুন সিজন নিয়ে বলেন, আমাদের এবারের সিজনটি সত্যিই জমে উঠেছে। প্রতিযোগীদের জন্য প্রশ্নগুলো সার্ভে করা হয়েছে বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। ফলে উত্তরগুলো মজার এবং চমকপ্রদ হয়েছে। এতে প্রতিটি এপিসোড আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
শোটি সম্প্রচারিত হবে ১৯ জানুয়ারি থেকে, সপ্তাহের প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে। যারা মিস করবেন, তারা প্রতি বুধবার দুপুর ১টায় পুনঃপ্রচার দেখতে পারবেন।
