নাসিম রুমি: বলিউডি অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ মুক্তির পথে আরো এক ধাপ এগিয়েছে। সম্প্রতি সিরিজের ‘প্রিভিউ’ প্রকাশ হয়েছে মুম্বাইয়ের এক মঞ্চে জমকালো অনুষ্ঠানে।
যেখানে আলো ছড়িয়েছেন শাহরুখ। আপ্লুত হয়ে দর্শকদের উদ্দেশে শাহরুখ বলেছেন, যে অপার ভালোবাসা তিনি সবার কাছ থেকে পেয়েছেন, সেখান থেকে ১৫০ শতাংশ যেন তার ছেলেকে দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন আরিয়ানের মা গৌরী খানও; যিনি এই সিরিজের প্রযোজক।
আরিয়ানের ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।
আরিয়ান এই সিরিজ বানিয়েছেন শাহরুখের জীবনের নানা ঘটনা নিয়ে, সেখানে দেখা যাবে অল্প বয়সী এক যুবক একরাশ স্বপ্ন নিয়ে ফিল্মি দুনিয়ায় পা রেখে কীভাবে চড়াই-উৎরাইয়ের সঙ্গে যুদ্ধ করে বনে যান এক সুপারস্টারে।
শাহরুখের জীবনের ঘটনা ছাড়াও বলিউড তারকাদের জীবনে খ্যাতির ভাল-মন্দ দিক উঠে আসবে সিরিজে।
মঞ্চে উঠে শাহরুখ বলেন, “আমি খুবই কৃতজ্ঞ মুম্বাইয়ের এই পবিত্র ভূমির প্রতি, এই দেশের প্রতি। যে দেশ ৩০ বছর ধরে আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ দিয়েছে। আজকে একটা বিশেষ দিন, কারণ এই মাটিতেই আমার ছেলে তার প্রথম পদক্ষেপ রাখছে। ও খুব ভালো ছেলে।”
আরিয়ানকে মঞ্চে ডেকে নেওয়ার আগে দর্শকদের উদ্দেশে শাহরুখ বলেন, “আজ যখন ও আপনাদের সামনে আসবে, আর যদি আপনাদের ওর কাজ ভালো লাগে, তবে হাততালি দেবেন। সেই হাততালির সঙ্গে একটু দোয়া রাখবেন, প্রার্থনায় রাখবেন। আর আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ ওকে দেবেন।”