English

20 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
- Advertisement -

আমি কখনো কম চাপ অনুভব করিনি: সারা আলি খান

- Advertisements -

প্রতিটি সিনেমা নিয়েই বেশ রোমাঞ্চিত থাকেন বলিউড সেনসেশন সারা আলি খান। এর মধ্যে অনুরাগ বসুর সিনেমায় যুক্ত হতে পারা তার কাছে বিশেষ কিছু।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল অনুরাগ বসুর অই ইন আ মেট্রো সিনেমাটি । এটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছিল। এবার আধুনিক প্রেমের কাহিনি নিয়ে অনুরাগ আনতে চলেছেন মেট্রো ইন দিনোঁ ছবিটি। এই ছবিতে আছেন একঝাঁক তারকা। আর তাঁদের জুটি প্রেমের নতুন উপাখ্যান শোনাবে। অনুরাগের এই ছবির অংশ হতে পেরে আপ্লুত অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে অনুরাগের সঙ্গে কাজ করা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন সারা।

অনুরাগ বাসুর এই ছবিতে জুটি বেঁধে আসছেন নীনা গুপ্তা-অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি-কঙ্কনা সেনশর্মা, আলী ফজল-ফাতিমা সানা শেখ এবং আদিত্য রায় কাপুর-সারা আলী খান। কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরু—এই চার শহরের ভিন্ন স্বাদের প্রেমকাহিনি নিয়ে ছবিটি বানিয়েছেন অনুরাগ। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে পরিচালক অনুরাগ বসুসহ সব শিল্পী উপস্থিত ছিলেন। সারা উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘অনুরাগ বসুর ছবি দেখে আমি বড় হয়েছি। প্রথম কিস্তি তো খুবই পছন্দের। এখন আমি এই ছবিতে কাজ করছি। তার পরিচালনায় কাজ করা আমার জন্য কল্পনাতীত ছিল। অনুরাগ বসুর ছবিতে সুযোগ পেয়ে আমি দারুণ খুশি। আমার স্বপ্ন সত্যি হলো। আমি এখন বলতে পারি যে আমি অনুরাগ বসুর নায়িকা।’

অভিনেত্রী আরও বলেন, ‘এই ছবির ক্ষেত্রে আমি কখনো কম চাপ অনুভব করিনি। এমন অনেক মুহূর্ত আছে, যেখানে আমি আছি বলে আমার বিশ্বাসই হচ্ছিল না। এই মুহূর্তে মঞ্চে এই সাত অভিনেতা, যাঁদের আমি সম্মান করি আর অনুরাগ বসু ও ভূষণ স্যারের পাশে দাঁড়িয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।’

অনুরাগের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সারা বলেন, ‘তাঁর ছবি নির্মাণের ধরন আমার কাছে একদম নতুন। তাই আমাকে আদিত্যর (রায় কাপুর) ওপর আস্থা রাখতে হয়েছিল। এর আগে অনুরাগদার লুডো ছবিতে আদিত্য অভিনয় করেছেন। তাই আদিত্য তার কাজের ধরন-ধারণ সম্পর্কে জানতেন। আদিত্য আমাদের মধ্যে এক সুন্দর সেতু হয়ে উঠেছিলেন। আমরা সবাই খুব মজা করে কাজ করেছি। বসুদা যেভাবে কাজ করেন, তা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝেছিলাম যে এই ছবির দায়িত্ব আমাদের সবার কাঁধে।’

আদিত্য ছাড়া ফাতিমা সানা শেখও অনুরাগের লুডো ছবিতে অভিনয় করেছেন। সারা জানান যে ফাতিমাও তাঁকে অনেক সাহায্য করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b2sf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন