সিনেমা, গান, নাটক, ওটিটি, ফ্যাশন, সাংবাদিকতা আর বিজনেসে সফল ব্যক্তিদের সম্মানীত করা হয় এতে। এ বছর ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন মডেলিং’ ক্যাটাগরিতে পুরস্কার ওঠে মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুলের হাতে।
পিয়া বলেন, ‘আমি পলিটিক্যাল কেউ না। একেবারেই আমি কখনো পলিটিকস করিনি। তার পরও আমাকে এমনভাবে পলিটিকসে মানুষ ঢুকিয়ে ফেলেছিল কারণ আমি সুমন ভাইয়ের সঙ্গে কাজ করেছিলাম বলে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3qxs