নাসিম রুমি: মঞ্চ ও টেলিভিশন নাটকের দাপুটে অভিনয়শিল্পী তারিক আনাম খান চলচ্চিত্রেও অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয় তাঁকে এনে দিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শেষ ‘মৃধা বনাম মৃধা’ চলচ্চিত্রে ‘বাবা’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের ধারাবাহিকতায় এবার এই অভিনয়শিল্পী যুক্ত হলেন ‘রাজকুমার’ চলচ্চিত্রে। এরই মধ্যে পাবনায় ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
‘রাজকুমার’ ছবির পরিচালক হিমেল আশরাফ। ছবিতে তারিক আনাম খান অভিনয় করেছেন শাকিব খানের বাবার চরিত্রে। নিজের চরিত্র সম্পর্কে তারিক আনাম বলেন, ‘পুরো ছবিতে আমার উপস্থিতি যদিও কম, কিন্তু চরিত্রটির অবস্থান এমন একটা জায়গায়, যেটা খুবই শক্ত; এই চরিত্রের একটা শক্তিশালী বার্তাও আছে। যে কারণে ছবিটিতে অভিনয় করতে রাজি হওয়া। সাধারণত শাকিব খানের ছবি শাকিবময়ই হয়।
ছবিতে ওর প্রভাবটাই থাকে সবচেয়ে বেশি। সেই হিসেবেও যদি বলি, এই ছবিতে আমার চরিত্রের ব্যাপ্তি হয়তো পনেরো মিনিটের মতো, কিন্তু চরিত্রের গভীরতা, গল্পের সঙ্গে এতটাই সংযুক্ত যে মনে হবে, পুরো ছবিতেই আছি। আমরা যে কয়েক দিন শুটিং করেছি, খুবই ভালো হয়েছে।’
‘রাজকুমার’ প্রসঙ্গে তারিক আনাম আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যে ছবিটার বাণিজ্যিক মূল্য যেমন আছে, তেমনি আধুনিক জায়গাও আছে। অসাধারণ কিছু বার্তাও আছে। শেষের দিকে ভালো বক্তব্যও আছে। দারুণ কিছু বিষয় আছে, যা নাড়া দেবে।’
ঢাকাই সিনেমায় দীর্ঘদিন ধরে অভিনয় করছেন তারিক আনাম খান। সৈয়দ হাসান ইমামের ‘লাল সবুজের পালা’ চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু তাঁর। তিনি বলেন আমিতো এখন সব ছবিতেই বাবার চরিত্রে অভিনয় করি। আমি এখন জাতীয় বাবা হয়ে গেছি।
