ক্যানসারের সঙ্গে লড়াই করা বলিউড অভিনেত্রী হিনা খান নিজেকে আনফলো করতে বলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন—আমি সারাজীবন সীমান্তের ওপারের মানুষের থেকে ভালোবাসা পেয়েছি। অপারেশন সিঁদুরের আগে এবং পরে ভারতকে সমর্থন করেছি।
হিনা খান বলেন, আমি আপনাদের মতো কাউকে ঘৃণা করি না। আমি ভারতীয় ছাড়া আর কিছুই নই। আমি সবসময়ই প্রথমে একজন ভারতীয়। আপনারা এগিয়ে চলুন। প্রয়োজনে আনফলো করুন। আমি পাত্তা দিই না। তিনি বলেন, আমি আপনাদের কাউকে কটাক্ষ করব না। অভিশাপও দেব না, ঘৃণাও করব না। আমি শুধু দেশকে সমর্থন করব।