নাসিম রুমি: নির্মাতা রায়হান রাফীর হাত ধরে সিনেমায় অভিষেক হয় অভিনেত্রী সাবিলা নূরের। গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায় তাকে দেখা গেছে নায়িকা চরিত্রে।
ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা জানান, পরিকল্পনা করেই তিনি সিনেমার অঙ্গনে পা রেখেছেন। সিনেমায় তিনি বেড়াতে আসেননি। বছরে কমপক্ষে দুটি সিনেমায় কাজ করার ইচ্ছা তার।
সাবিলা নূর বলেন, ‘গত কয়েক বছর দর্শক প্রতি উৎসবেই আগ্রহ নিয়ে সিনেমা দেখছে। এ বিষয়টি আমাকে উৎসাহিত করেছে সিনেমার প্রতি। আমার মনে হয়, সিনেমার খুব ভালো একটা সময় এসেছে। ভবিষ্যতে আরও ভালো সময় আসবে। ভিন্ন ধরনের গল্পের সিনেমা তৈরি হবে। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুব আশাবাদী। আমি সিনেমায় বেড়াতে আসিনি। ভালো ভালো সিনেমা করতে চাই। ইচ্ছা আছে বছরে দুটি সিনেমায় অভিনয় করার।’
সাবিলার মতে, সিনেমা হচ্ছে একজন শিল্পীর জন্য নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মাধ্যম। অভিনেত্রী বলেন, ‘নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন আর্টিস্টের কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা। কারণ নাটকে সময়ের একটা বিষয় থাকে। দুই থেকে তিন দিন কিংবা বড় বাজেটের নাটক হলে সর্বোচ্চ ছয়-সাত দিনে নাটকের শুটিং শেষ করতে হয়। কিন্তু সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাওয়া যায়। শুটিংও হয় সময় নিয়ে। তাই পারফরমার হিসেবে আমার কাছে সিনেমা খুব ভালো প্ল্যাটফর্ম। আমি চাই এখানে নিয়মিত তে।’