নাসিম রুমি: রজনীকান্ত অভিনীত আলোচিত তামিল সিনেমা ‘কুলি’। কয়েক দিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে লোকেশ কঙ্গরাজ নির্মিত এই সিনেমা। এতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি।
বক্স অফিসে সাড়া ফেললেও সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা। বিশেষ করে আমির খানের চরিত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ আমির খানকে ‘ভাঁড়’ বলেও মন্তব্য করেছেন। তবে এ দায় আমিরের নয়, পরিচালকের বলে দাবি তাদের।
‘কুলি’ সিনেমায় ‘দাহা’ চরিত্রে অভিনয় করেছেন আমির খান। গল্পে এই ‘দাহা’ আন্তর্জাতিক একটি অপরাধ চক্রের লিডার। সিনেমার শেষাংশে রজনীকান্তের চরিত্র ‘দেবা’ এর মুখোমুখি হন ‘দাহা’ অর্থাৎ আমির খান। সিনেমায় দৃশ্যটি বড় আকারে উপস্থাপন করা হয়েছে। কিন্তু দর্শকরা খুবই হতাশ। একে ‘দুর্বল’ বলে মনে করেছেন তারা।
কেউ কেউ আমির খানের চরিত্রটিকে “ভারতীয় সিনেমার সবচেয়ে খারাপ ক্যামিও” বলে আখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ আমিরের লুক দেখে মজা করে বলেছেন—‘ভাঁড়।” অনেকে বলছেন, প্রথমে শাহরুখ খান এই চরিত্রের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু করতে পারেননি। অথবা সৌভাগ্যক্রমে এতে অংশ নেননি।
এখানেই শেষ নয়, আরো অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ মানুষ বলেছেন, “এই চরিত্র আমির খানের প্রতিভার অপচয়।” একজন দর্শক মন্তব্য করেছেন, “সিনেমার শেষের ১৫ মিনিট ছিল অসহনীয়।” একজন পরিচালকের দিকে আঙুল তুলেছেন। তিনি লেখেন, “লোকেশ কঙ্গরাজ ঠিকভাবে বলিউড অভিনেতাদের ব্যবহার করতে জানেন না। এর আগে ‘লিও’ সিনেমায়ও তা দেখা গেছে।” তবে কিছু কিছু নেটিজেন আমির খানের মুখে তামিল ভাষা শুনে খুশি হয়েছেন।