নাসিম রুমি: অয়ন মুখার্জি নির্মাণ করছেন ‘ওয়ার টু’ সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশান, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পাবে সিনেমাটি।
কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ‘ওয়ার টু’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৩৬ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে ধুন্ধুমার অ্যাকশন লুকে ধরা দিয়েছেন হৃতিক-জুনিয়র এনটিআর। কিয়ারা আদভানিও মারমুখী ভূমিকায় হাজির হয়েছেন। তবে হৃতিকের সঙ্গে রোমান্সে মেতে উঠতেও দেখা গেছে এই নায়িকাকে। ট্রেইলারে হৃতিক-কিয়ারার একটি চুম্বন দৃশ্য বিশেষভাবে নজর কেড়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে প্রকাশিত ট্রেইলারে প্রায় ৩৪ হাজার মন্তব্য পড়েছে। অ্যাকশন লুক দেখে নেটিজেনরা ভূয়সী প্রশংসা করছেন। আলোচনা চলছে হৃতিক-কিয়ারার চুম্বন দৃশ্য নিয়েও। হৃতিকের চেয়ে ১৮ বছরের ছোট কিয়ারা। ফলে, এ জুটির চুম্বন আলোচনার খোরাক হয়েছে।
হৃতিক-কিয়ারার চুম্বন দৃশ্য ও বয়সের ব্যবধান নিয়ে দুটো শিবিরে বিভক্ত নেটিজেনরা। একজন লেখেন, “হৃতিক-কিয়ারার মধ্যে আক্ষরিক অর্থেই ১৮ বছর বয়সের ব্যবধান।” অন্য একজন লেখেন, “এটি অপ্রয়োজনীয় বিষয়। ৩৩ বছর বয়েসি একজন নারী কোনো বাচ্চা নয়। ২০ বছর বয়েসি একজন নারীর সঙ্গে ৫০-৬০ বছর বয়েসি একজন পুরুষের জুটি বাঁধাটা ভয়ংকর। তবে ৩০ বছর বয়েসিরা সম্পূর্ণ পরিণত নারী, ৩৩ বছর বয়েসি একজন নারী ও ৫১ বছর বয়েসি একজন মহিলার মধ্যে বাস্তবিক বয়েসের পার্থক্য নিয়ে মাথা ঘামানোটা বাড়াবাড়ি।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
২০১৯ সালে মুক্তি পায় ‘ওয়ার’ সিনেমা। এটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এবার দ্বিতীয় পার্ট পরিচালনা করছেন অয়ন মুখার্জি। প্রথম পার্টে বাণী কাপুর অভিনয় করলেও তার স্থলাভিষিক্ত হয়েছেন কিয়ারা। প্রথম পার্টের বাজেট ১৭৫ কোটি রুপি ছিল, দ্বিতীয় পার্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপি।