English

25.9 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে মাহি-নিলয়

- Advertisements -

নাসিম রুমি: বর্তমান সময়ের ব্যস্ত টেলিভিশন অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনয় ক্যারিয়ার দীর্ঘ না হলেও অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের। এ সময়ের প্রথম সারির অধিকাংশ টিভি অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। আপাতত তার ধ্যান-জ্ঞান কেবলই অভিনয়।

সামিরা খান মাহি অভিনীত ‘বিয়ে করব সিলেট’ নাটকটি এখন বাংলাদেশ অংশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। এটি পরিচালনা করেছেন মহিন খান। গত ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। এ পর্যন্ত নাটকটির ভিউ হয়েছে ৬২ লাখের বেশি।

নিজের অভিনীত নাটকের এই সাফল্যে আনন্দিত মাহি। অভিব্যক্তি প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, ‘যে কোনো স্বীকৃতি আনন্দের। অনেকটা সময় পর আমার কোনো নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে এলো; যা আমাকে অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিয়েছে। শুধু এ নাটকই নয়, চলতি মাসে আরো কয়েকটি নাটক প্রচার হয়েছে। এ কাজগুলো থেকেই দর্শকদের সাড়া পেয়েছি।’

নাটকটিতে সিলেটের মেয়ে নীলা চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার জন্ম সিলেটে। এ কারণে সিলেটি ভাষার নাটকে সবসময় দর্শক আমাকে দেখতে চান। নাটকটির যখন শুটিং চলছিল, তখন মনে হয়েছিল ভালো কিছু একটা হতে যাচ্ছে, হয়েছেও তাই।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mmi9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন