English

19 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিচ্ছেন নেমো

- Advertisements -

গাজায় দখলদার ইসরাইল বাহিনীর গণহত্যার প্রতিবাদে ২০২৪ সালের ‘ইউরোভিশন সং সং কনটেস্টে সংগীত প্রতিযোগিতায় বিজয়ী নেমো তার ট্রফি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই ঘোষণা দেন সুইজারল্যান্ডের এই শিল্পী।

২০২৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় ইসরায়েল অংশগ্রহণ করায় তিনি এই সিদ্ধান্তের নেন বলে জানিয়েছেন।

‘দ্য কোড’ নামে একটি ড্রাম-অ্যান্ড-বেস, অপেরা, র‍্যাপ এবং রক গান গেয়ে প্রতিযোগিতায় বিজয়ী হন নন বাইনারি গায়ক নেমো। তিনি বলেন, ইসরায়েলের অব্যাহত অংশগ্রহণ এই প্রতিযোগিতার অন্তর্ভুক্তি এবং সব মানুষের জন্য মর্যাদার আদর্শের পরিপন্থী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নেমো বলেন, ইউরোভিশন দাবি করে যে তারা ঐক্য, অন্তর্ভুক্তি এবং সব মানুষের মর্যাদার পক্ষে দাঁড়ায়। আর এই মূল্যবোধগুলোই এই প্রতিযোগিতাটিকে আমার কাছে এত অর্থবহ করে তোলে। নেমো আরও বলেন, জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশন অব ইনকোয়ারি গাজায় গণহত্যা বলে জানিয়েছে। সেই সময় ইসরায়েলের অব্যাহত অংশগ্রহণের মাধ্যমে এই আদর্শ এবং ইবিইউ-এর সিদ্ধান্তের মধ্যে একটি সুস্পষ্ট সংঘাত রয়েছে।

নেমোর এই মন্তব্য ইউরোভিশনের আয়োজক ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)-এর বিরুদ্ধে চলমান প্রতিবাদের সর্বশেষ সংযোজন। এছাড়া ইসরায়েলকে আগামী বছর অস্ট্রিয়াতে অনুষ্ঠেয় ইভেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র দেওয়ায় ইতিমধ্যেই পাঁচটি দেশ প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

নেমো বলেন, দেশগুলো যখন প্রতিযোগিতা থেকে সরে আসে, তখন স্পষ্টতই বোঝা যায় যে কোথাও বড় কোনো সমস্যা রয়েছে। তিনি ইউরোভিশন ট্রফিটি জেনেভায় ইবিইউ-এর সদর দপ্তরে ফেরত পাঠাবেন বলে জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lf1r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন