English

21 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
- Advertisement -

ইতিহাসে সর্বোচ্চ আয় করা অভিনেত্রী এখন ‘অ্যাভাটার’ তারকা সালদানা

- Advertisements -

হলিউডে বক্স অফিস ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন জো সালদানা। আনুষ্ঠানিকভাবে তিনিই এখন বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পর এই কীর্তি অর্জিত হয়েছে। ছবিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১.২৩ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।

এই সাফল্যের মাধ্যমে জো সালদানা এমন এক অনন্য অবস্থানে পৌঁছেছেন, যেখানে তিনি একমাত্র অভিনেত্রী হিসেবে বিশ্বের সর্বোচ্চ আয় করা চারটি ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলো হলো- ২০০৯ সালের অ্যাভাটার, ২০২২ সালের অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ড গেম এবং ২০১৮ সালের অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। চারটি ছবিই বিশ্বজুড়ে ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

‘অ্যাভাটার’ সিরিজের পাশাপাশি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে গামোরা চরিত্রে এবং গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি সিরিজেও দর্শকপ্রিয়তা পেয়েছেন সালদানা। এছাড়া স্টার ট্রেক ট্রিলজিতে নয়োটা উহুরার চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ওই সিরিজটিও বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।

বক্স অফিস বিশ্লেষণকারী সংস্থা ‘দ্য নাম্বার্স’–এর তথ্য অনুযায়ী, জো সালদানার অভিনীত ছবিগুলোর মোট আয় এখন দাঁড়িয়েছে ১৫.৪৭ বিলিয়ন ডলার। এই রেকর্ডের মাধ্যমে তিনি স্কারলেট জোহানসন ও স্যামুয়েল এল. জ্যাকসনকে ছাড়িয়ে শীর্ষে উঠে এলেন।

মাইলফলক অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালদানা তার সহশিল্পী, পরিচালক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘এই সাফল্য একার নয়। অসাধারণ সব সিনেমা, পরিচালকদের বিশ্বাস আর দর্শকদের ভালোবাসাই আমাকে এখানে এনেছে।’

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান পরিচালক জেমস ক্যামেরন, জে. জে. আব্রামস, জো ও অ্যান্থনি রুশো এবং জেমস গানকে। সালদানা বলেন, ‘জেমস ক্যামেরন আমার মধ্যে এমন সম্ভাবনা দেখেছিলেন, যা অনেক সময় আমি নিজেও বুঝতে পারিনি।’

বিশ্বজুড়ে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না। এই সাফল্য আমাদের সবার।’

২০২৫ সাল জো সালদানার ক্যারিয়ারে আরও একটি স্মরণীয় বছর। মার্চ মাসে ‘এমিলিয়া পেরেজ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা সহ-অভিনেত্রীর অস্কার জেতেন। এর মাধ্যমে তিনি প্রথম ডোমিনিকান-আমেরিকান অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কার অর্জন করেন। একই ছবির জন্য তিনি কান চলচ্চিত্র উৎসব, গোল্ডেন গ্লোব, বাফটা ও ক্রিটিকস চয়েস পুরস্কারও জিতেছেন।

বর্তমানে ‘অ্যাভাটার’ সিরিজে নেইতিরির চরিত্রে অভিনয় করছেন জো সালদানা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u18z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন