English

26.6 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
- Advertisement -

ইমরান হাশমির নায়িকা এবার দিশা পাটানি, আসছে ‘আওয়ারাপন ২’

- Advertisements -

নাসিম রুমি: প্রায় ১৮ বছর পর বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়াল নিয়ে আসছে ভাট ক্যাম্প। নতুন ছবিতে আবারও ফিরছেন ইমরান হাশমি। আর এবার অভিনেত্রী শ্রিয়া সরণের জায়গায় নায়িকা হিসেবে থাকছেন দিশা পাটানি। এমনটা নিশ্চিত করেছেন প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর।

বলিউডে ‘কাল্ট’ সিনেমার তালিকা করতে গেলে ‘আওয়ারাপন’-এর নাম যে আসবেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মোহিত সুরি পরিচালিত, মুকেশ ভাট প্রযোজিত এই গ্যাংস্টার-ভিত্তিক ট্র্যাজিক লাভস্টোরি মুক্তি পাওয়ার পর প্রথমদিকে বক্স অফিসে তেমন কিছু ছাপ রাখতে পারেনি, তবে সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে স্থায়ী আসনে। আর সেই জনপ্রিয়তায় ভর করেই এবার আসছে এই ছবির সিক্যুয়েল- ‘আওয়ারাপন ২’!

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, এমনটা নিশ্চিত করেছেন প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর।এবার মোহিত সুরি নয়, পরিচালকের আসনে বসছেন নীতিন কাক্কর। আর এ ছবিতে ইমরান হাশমির ‘শিবম পণ্ডিত’ চরিত্রে ফেরার খবরের পরই ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

এখন জানা যাচ্ছে, এই ছবির নায়িকা হিসেবে যোগ দিচ্ছেন দিশা পাটানি।

সূত্রের খবর, প্রথম ছবির মতো সিক্যুয়েলও হবে এক তীব্র প্রেমকাহিনি, যেখানে গ্যাংস্টার দুনিয়ার অন্ধকার পটভূমিই তৈরি করবে গল্পের আসল উত্তেজনা।

‘আওয়ারাপন ২’-এ থাকবে দ্বিগুণ প্রেম আর দ্বিগুণ আবেগ। ইমরান যেমন থাকছেন শিবমের ভূমিকায়, দিশার চরিত্র নিয়ে আপাতত গোপনীয়তা রাখা হয়েছে, জানিয়েছে ছবির সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র।

যে কোনও দর্শকের কাছে ‘আওয়ারাপন’ মানেই তার সঙ্গীত ভান্ডার। তাই সিক্যুয়েলেও সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন নির্মাতারা। নতুন রোমান্টিক গান তো থাকছেই, পাশাপাশি পুরনো কিছু সুরও ফিরে আসতে পারে ছবিতে। বর্তমানে সুরের কাজ চলছে জোর কদমে, আর সেই সঙ্গীতের শক্তিতেই দর্শক টানার কৌশল সাজাচ্ছেন মুকেশ ভাট।

সূত্র জানিয়েছে, ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বরে শেষ বা অক্টোবরে গোড়ার দিকে। সবকিছু ঠিকঠাক চললে জানুয়ারির মধ্যেই শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।

আর মুক্তির দিনক্ষণ? অপেক্ষা জমে উঠবে ২০২৬ সালের মাঝামাঝি, যখন ‘আওয়ারাপন ২’ বড়পর্দায় হাজির হবে দর্শকদের সামনে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t6pz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন