English

27.2 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নায়ক রাজ্জাকের জন্মদিন পালন

- Advertisements -

ঢালিউডের নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন আজ৷ বেঁচে থাকলে হয়তো জাঁকজমকপূর্ণ আয়োজনে এবার ৮১তম জন্মদিনের কেক কাটতেন তিনি৷ জ্বালানো হতো মোমবাতি৷

এই আয়োজন আলোকিত করে উপস্থিত থাকতেন তার সহকর্মীরা। সবই হলো আজ এফডিসিতে। শুধু নেই নায়ক রাজ।

ইলিয়াস কাঞ্চন তার প্যানেলের প্রার্থী ও সমর্থকদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে পালন করলেন তার সিনিয়র অভিনেতার জন্মদিন। কাটলেন কেকও। এসময় উপস্থিত ছিলেন তার সেক্রেটারি প্রার্থী নিপুণ৷ আরও ছিলেন নায়ক রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরব, নায়িকা কেয়া, শাহনূর, জেসমিনসহ অনেকেই।

কেক কাটার আগে নায়ক রাজের বিদেহী আত্মার শান্তি কামনা করে কাঞ্চন বলেন, ‘নয়নের সামনে আজ রাজ্জাক ভাই নাই। কিন্তু তিনি আছেন আমাদের সবার অন্তরে। তিনি আমাদের অভিভাবক ছিলেন। শিল্পী সমিতির প্রথম নির্বাচিত সভাপতি।

তার সঙ্গে আমার সম্পর্ক কেমন ছিলো তা আপনারা সবাই জানেন৷ অভিনয়ে আসার আগে থেকেই রাজ্জাক ভাইয়ের স্নেহ পেয়েছি। আজ উনার জন্য দোয়া করি। যেখানেই থাকেন, আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন।

যে ইন্ডাস্ট্রি রেখে গেছেন, যে সমিতির দায়িত্ব আপনি পালন করেছেন আমরাও যেন সেভাবে দায়িত্ব পালন করতে পারি সেই তৌফিক চাইছি৷’

এ নায়ক আরও বলেন, ‘আমরা আজ সন্ধ্যায় রাজ্জাক ভাইয়ের স্মরণে মিলাদ পড়িয়েছি। কোরআন খতম দিয়েছি৷ রাজ্জাক ভাইয়ের আত্মা শান্তিতে থাকুক। তার স্ত্রী ভাবী আছেন, ছেলেরা আছে, নাতি নাতনিরা আছে। সবার জন্য সুকামনা করি আমরা৷ সবাই যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে।’

ইলিয়াস কাঞ্চনের বক্তব্যের পর কেক কেটে একে অন্যের মুখে তুলে দেন শিল্পীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6kwk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন