English

25.6 C
Dhaka
সোমবার, আগস্ট ২৫, ২০২৫
- Advertisement -

উত্তম কুমারের যে আবদার রাখতে পারেননি সুচিত্রা

- Advertisements -

উত্তম-সুচিত্রা জুটির ম্যাজিককে টেক্কা আজও দিতে পারেন না কেউই। সেই ‘হারানো সুর’ সিনেমায় অলোক মুখোপাধ্যায় ও রমা মুখোপাধ্য়ায়ের প্রেম হোক, কিংবা ‘সপ্তপদী’র রিনা ব্রাউনের সঙ্গে কৃষ্ণেন্দু। কলকাতা বাংলার চলচ্চিত্রের দর্শকদের কাছে উত্তম-সুচিত্রা প্রেমের অনুপ্রেরণা। এমনকি সেই সময় রটেই গিয়েছিল, শুধু পর্দায় নয়, সুচিত্রা নাকি সত্যিই মন দিয়েছিলেন উত্তমকে। কিন্তু সেই প্রেমকে গোপনেই রেখেই অন্তরালে চলে গিয়েছিলেন তিনি।

সময়টা ১৯৭১। মুক্তি পেয়েছে উত্তম-সুচিত্রার ‘আলো আমার আলো’ সিনেমা। এই সিনেমায় সুচিত্রার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন উত্তম। এমনকি ফোন করে সেই মুগ্ধতার কথা মহানায়িকাকেও জানিয়ে ছিলেন উত্তম। আর সঙ্গে আবদার করেছিলেন, সিনেমার ফ্লোর নয়, একান্তে একবারটি দেখা করার।

কিন্তু তখন সিনেমাপাড়ার সবচেয়ে ব্যস্ত নায়িকা তিনি। হাতে তার একের পর এক সিনেমা। শুটিং থেকে কিছুতেই সময় বের করতে পারেননি। উত্তমের সঙ্গে সেই সাক্ষাৎ আর হয়নি। কিন্তু ততদিনে জীবন এগিয়ে গেছে।

২৪ জুলাই, ১৯৮০। হঠাৎ করেই গোটা দুনিয়া খবর পেল মহানায়ক আর নেই। উত্তমের মৃত্যুর খবর কানে যেতেই ভেঙে পড়েছিলেন সুচিত্রা। হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন। প্রথমে ভেবেছিলেন, শেষ দেখাও দেখবেন না উত্তমকে।

তবে ঘনিষ্ঠ সূত্রে শোনা যায়, চোখে চশমা পড়ে, অনুরাগীদের থেকে নিজেকে লুকিয়ে উত্তমকে শেষ বিদায় জানিয়েছিলেন সুচিত্রা। সেটাই ছিল রিনা ব্রাউন ও কৃষ্ণেন্দুর শেষ দেখা। এরপরেই অন্তরালে চলে যান মহানায়িকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n4u3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন