English

26.2 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
- Advertisement -

এক যুগ পর বালাম

- Advertisements -

ভক্ত-শ্রোতাদের সুখবর দিলেন সংগীতশিল্পী বালাম। দীর্ঘ এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন তিনি। নাম ‘মাওলা’। এতে গান থাকছে মোট ৬টি। ‘মাওলা’ বালামের পঞ্চম একক অ্যালবাম।

এই সংগীতশিল্পী বলেন, ‘আবার গান সিরিয়াসলি করছি। তাই এই অ্যালবামের কাজ। গেল কয়েক বছরে কয়েকটি সিঙ্গেল গান ছেড়ে দেখেছি, এভাবে একটি করে গান প্রকাশ করে ভক্তদের চাহিদা পুরণ করাটা খুব কঠিন। এক অ্যালবামে নানা ধাঁচের গান থাকে, যা শিল্পীকে বিভিন্ন শ্রোতার মনোযোগ পাওয়ার সুযোগ করে দেয়। নতুন অ্যালবামে এই বৈচিত্র্য থাকবে। বিভিন্ন বয়সী ও পছন্দের শ্রোতাদের ভালো লাগবে।’

তিনি জানান, নতুন অ্যালবামে জেন-জিদের কথাও ভাবা হয়েছে, যাতে নতুন প্রজন্মের শ্রোতার সঙ্গে সংযোগ স্থাপন হয়।

অ্যালবামের শিরোনাম গান ‘মাওলা’ একটি সুফি ধারার গান। প্রথমবার এ ধরণের গান গাইলেন বালাম। তার কথায়, ‘কোভিড সময়ের উপলব্ধিতে গানটি তৈরি হয়েছে। আমার কাছে মনে হয়েছে, বর্তমান পৃথিবীর যে অস্থিরতা এখনও তা অনেক প্রাসঙ্গিক। তাই গানটি আমার নতুন অ্যালবামে রাখা হয়েছে।’

গাওয়ার পাশাপাশি অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজনও করেছেন বালাম। যদিও গানের গীতিকারদের নাম এখনই প্রকাশ করতে চাইছেন না তিনি। জানালেন, সব গান অডিও আকারে প্রকাশ হবে আর একটি গান ভিডিও আকারে থাকবে। আর অ্যালবামটি প্রকাশ হবে আসছে ঈদুল ফিতরে।

বলা দরকার, বালামের একক অ্যালবামের তালিকায় আছে- ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) ও ‘ভুবন’ (২০১৩)। এসব অ্যালবামের বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পায়। যার মধ্যে আছে- ‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’, ‘নুপুর বাজে’, ‘সঙ্গী হবে কি’, ‘রিমঝিম’, ‘অপরূপা’। অ্যালবামের পাশাপাশি বেশ কিছু সিঙ্গেল গানও প্রকাশ করেছেন বালাম। সবশেষে গেয়েছেন শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l8gk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন