English

28 C
Dhaka
মঙ্গলবার, মে ৬, ২০২৫
- Advertisement -

এবার দীর্ঘ সাফল্যখরা কাটতে যাচ্ছে লিওনার্দো ডি’ক্যাপ্রিওর!

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘ ছয় বছরের সাফল্যখরা বোধ হয় কাটাতে চলেছেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিওর। ২০১৯ সালের ২৬ জুলাই মুক্তি পেয়েছিল তার অভিনীত কমেডি ড্রামা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। কুইনটিন টেরেনটিনো পরিচালিত ওই সিনেমা নির্মাণে খরচ হয়েছিল অনূর্ধ্ব ১০০ মিলিয়ন মার্কিন ডলার। আর সেটি বক্সঅফিস থেকে আয় করেছিল প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।

এরপর টানা তিনটি সিনেমা লেটা কনার্স পরিচালিত ‘আইস অন ফায়ার’, অ্যাডাম ম্যাককে পরিচালিত ‘ডোন্ট লুক আপ’ এবং মার্টিন স্করসেস পরিচালিত ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। পুঁজি হারিয়েছে সিনেমাগুলো। তবু হাল ছাড়েননি অস্কারজয়ী ‘টাইটানিকবয়’। তার ওপর বিশ্বাস রেখেছেন প্রযোজক পরিচালকরাও। এখনো তার হাতে রয়েছে বেশকিছু সিনেমা।

পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ব্ল্যাক কমেডি অ্যাকশন সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ মুক্তি পাচ্ছে ২৬ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে এ সিনেমার মাধ্যমে দীর্ঘ সাফল্যখরা কাটিয়ে ক্যারিয়ার নতুন করে চাঙ্গা করতে যাচ্ছেন আমেরিকান টিনএজারদের রোমিও লিওনার্দো ডিক্যাপ্রিও।

এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন শন পেন, বেনিসি দেল টোরো, রেজিনা হল, টেয়ানা টেলর, চেজ ইনফিনিটি প্রমুখ। সিনেমার গল্পে সাবেক বিপ্লবীদের একটি দলের মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পর আবার একত্রিত হয়। এ সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ২০২৩ সালের জুনে প্রাথমিকভাবে সিনেমাটির কাজ শুরু হলেও পুরোদমে শুটিং চলতে থাকে ২০২৪ সালের ২২ জানুয়ারি। আমেরিকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এ সিনেমার প্রাথমিক নাম ছিল ‘দ্য ব্যাটল অব বাকটান ক্রস’। পরে কিছু জটিলতা এড়াতে এটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ২০০৭ সালে পরিচালক অ্যান্ডারসনের সিনেমা ‘দেয়ার উইল বি ব্লাড’ দুর্দান্ত ব্যবসা করেছিল। এ কারণেই ধারণা করা হচ্ছে লিওনার্দোর সঙ্গে কাজে জুটি বাঁধা এ পরিচালকের জন্য সিনেমাটি হতে পারে একটি মাইলস্টোন।

গত ২০ মার্চ এ সিনেমার টিজার প্রকাশ করেছিল পরিবেশক ওয়ার্নার ব্রাদার্স। ওই টিজারের পর এ সিনেমার প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। এটি হবে আইম্যাক্সে মুক্তি পাওয়া পরিচালকের প্রথম সিনেমা। লাভের মুখ দেখতে হলে এটিকে আয় করতে হবে ২৬০ থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি আরেকটি নতুন সিনেমার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন লিওনার্দো। বিশাল বাজেটের এ সিনেমায় তারসঙ্গে কাজ করবেন এমিলি ব্লান্ট ও ডোয়াইন জনসন। হলিউডের কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেসের এ সিনেমার নাম এখনো ঠিক করা হয়নি। কিংবা ঠিক হলেও তারা নাম প্রকাশ করতে চান না।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন