English

29.5 C
Dhaka
শনিবার, অক্টোবর ১১, ২০২৫
- Advertisement -

এবার দুর্ধর্ষ খলনায়ক তৌকীর

- Advertisements -

নাসিম রুমি: ছোটপর্দার নায়ক হিসেবেই বেশি জনপ্রিয় হয়েছেন তৌকীর আহমেদ। আবার চলচ্চিত্রে অভিনয় এবং পরিচালনাতেও মুনশিয়ানা দেখিয়েছেন তিনি। এবার আবার বড়পর্দায় আসছেন। তবে নেতিবাচক চরিত্রে।

নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে তাকে দেখা যাবে দুর্ধর্ষ খলঅভিনেতার চরিত্রে। এমন চরিত্রে তাকে আগে কখনো দেখা যায়নি। সাকিব ফাহাদ পরিচালিত তৌকীরের চরিএটি খুব গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, ‘সোলজার সিনেমায় অভিনয় করছি। আমার কাছে চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তাই এতে অভিনয়ে রাজি হয়েছি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’ গত রবিবার থেকে ঢাকায় ‘সোলজার’ সিনেমাটির শুটিং শুরু হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তৌকীর আহমেদ।

পরিচালনা করেছেন অনেক নাটকও। বেশ কিছু চলচ্চিত্র পরিচালনা ও এতে অভিনয়ও করেছেন এবং প্রশংসা এবং জাতীয় সম্মাননা দুইই কুড়িয়েছেন তিনি। বর্তমানে তার রচনা ও পরিচালনায় ‘ধূসর প্রজাপতি’ নামের একটি ধারাবাহিক নাটক বিটিভিতে প্রচার হচ্ছে।তৌকীর আহমেদের নাট্যাভিনয়ের অভিষেক ঘটে আশির দশকে। তার অভিনীত প্রথম নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়, নাটকটির বিষয়বস্তু ছিল দেশের তরুণ শিল্পীদের মাদক সমস্যা। ১৯৯৬ সালে তানভীর মোকাম্মেল পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক ‘নদীর নাম মধুমতী’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন।

একই বছর তিনি আবুল হায়াত পরিচালিত প্রথম নাটক ‘হারজিত’ এ অভিনয় করেন। তৌকীর আহমেদ পরিচালিত প্রথম নাটক ‘তোমার বসন্ত দিনে’। ২০০৪ সালে তিনি চলচ্চিত্র পরিচালনায় আসেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয়যাত্রা’ পরিচালনার মাধ্যমে। চলচ্চিত্রটি আমজাদ হোসেন রচিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়। এ ছাড়া আরও বেশ কিছু নাটক ও চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। মঞ্চ নাটকেও দেখা গেছে তৌকীর আহমেদকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n36v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন