নাসিম রুমি: মাঝে রটে গিয়েছিল অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই নাকি আর একসঙ্গে নেই। তাঁরা বিচ্ছেদের পথে হাঁটছেন। শুধুই কি তাই অভিনেতার সঙ্গে জড়ায় অভিনেত্রী নিমরত কৌরের নাম। যদিও সেসব জল্পনা অতীত। বর্তমানে পরিবারের সঙ্গে মাঝে মধ্যেই জুনিয়র বচ্চনকে দেখা যায়। গতকাল শনিবার তেমন ভাবেই অভিষেক, ঐশ্বর্য এবং আরাধ্যাকে একটি বিয়ে বাড়িতে দেখা গেল।
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি বিয়ে বাড়িতে স্ত্রী, কন্যাকে নিয়ে এসেছেন অভিষেক। সমস্ত অতিথিদের সঙ্গে তাঁরাও দাঁড়িয়ে আছেন থুড়ি নাচছেন। ইন্ডিয়ান আইডল সিজন ওয়ান খ্যাত গায়ক রাহুল বৈদ্যর গানের সুরে তাঁদের কোমর দোলাতে দেখা যায়।
গায়ক এদিন কাজরা রে গানটি গান, সেটার তালে তালে নাচেন ঐশ্বর্য, আরাধ্যা। তাঁদের পাশে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় অভিষেককে। এমনকি তাদের সাথে অভিষেকও নৃত্য প্রদর্শন করেন।
এদিন অভিষেক বচ্চনকে একটি সাদা শেরওয়ানিতে দেখা গিয়েছে। ঐশ্বর্য এবং আরাধ্যা দুজনেই লেহেঙ্গা পরেছিলেন। দুজনের পরনেই আইভরি রঙের লেহেঙ্গা ছিল।