কলকাতার ভবানীপুরের বিখ্যাত মল্লিকবাড়ির ছেলে তিনি, ডাক নাম ‘রঞ্জু’। মৃণাল সেনের আবিষ্কার ছিলেন রঞ্জিত। ‘পদাতিক’ পরিচালক মৃণাল সেনের ‘ইন্টারভিউ’-এ অভিষেকের পর ‘কলকাতা ৭১’-এ অভিনয় করেছিলেন তিনি।
সত্যজিৎ রায়ের ‘শাখা প্রশাখা’ সিনেমাতেও কাজ করেছিলেন। ‘মৌচাক’র মতো হাস্যরসে ভরপুর রোমান্টিক সিনেমাতেও কাজ করেন তিনি। একটা সময়ের পর ধারাবাহিকভাবে বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেন রঞ্জিত মল্লিক।
কোন মন্ত্র বলে একটাও প্রেমের গুজব ছড়ায়নি রঞ্জিত মল্লিককে কেন্দ্র করে? এই প্রশ্নের উত্তরে রঞ্জিত মল্লিক একবার বলেছিলেন, আমি চিরকালই মহিলাদের একটু অন্য চোখে দেখে এসেছি। তাদের আমি চিরকালই খুব শ্রদ্ধা করি। মাসিমা-জেঠিমাদের জীবন তো দেখেছি। সেই জন্যই হয়তো কোনও নায়িকার সঙ্গে পেশাদার সম্পর্কের বাইরে বেরিয়ে অন্য ধরনের মাখোমাখো সম্পর্ক তৈরি হয়নি।
